সৌরভ ও ধোনি - দুই ক্যাপ্টেনের কথাই বললেন যুবি, কোথায় তফাত তাঁদের

Published : Jun 10, 2019, 09:30 PM IST
সৌরভ ও ধোনি - দুই ক্যাপ্টেনের কথাই বললেন যুবি, কোথায় তফাত তাঁদের

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটের বড় বড় অধিনায়কের অধীনে খেলেছেন যুবরাজ সিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে খেলা শুরু করেছিলেন আর ধোনির নেতৃত্বে জিতেছেন দুটি বিশ্বকাপ এই দুই নেতার নেতৃত্বের ধরণ কেমন, বললেন যুবি  

সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি - ভারতীয় ক্রিকেটের অন্যতম চার বড় অধিনায়কের অধীনেই খেলেছেন যুবরাজ সিং। এর মধ্যে কে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন তাঁর উপর? অবসরের দিন কিন্তু রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের অধিনায়কত্ব নিয়ে মুখই খোলেননি যুবরাজ। তাঁর কথায় উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির কথা।

সৌরভ গঙ্গোপাধ্যায় - তাঁর মতে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে শুরু হয়েছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ার, তাঁরই প্রভাব ক্রিকেট জীবনে সবচেয়ে বেশি। যুবি জানান, সৌরভ তাঁর পছন্দের খোলেয়াড়দের দলে নেওযার জন্য প্রচন্ড লডা়ই করতেন। তাঁর নিজের জন্য তো বটেই, আশীষ নেহরা, হরভজন সিং, জাহির খান, বীরেন্দ্র সেওয়াগ-এর জন্য নির্বাচকদের সঙ্গে বৈঠকে লড়তেন সৌরভ।

মহেন্দ্র সিং ধোনি - অপরদিকে ধোনির অধীনে যুবরাজ বেশ কিছু বড় টুর্নামেন্টে জয়ী হয়েছএন। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ২০১১ সালে ৫০ ওভআরের বিশ্বকাপ জিতেছেন। তাঁর মতে ধোনির অধিনায়কত্বের সবচেয়ে বড় গুণ তাঁর চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে পারা। সেই সঙ্গে উইকেটের পিছন থেকে খেলা বুঝতেও তাঁর থেকে পারদর্শী কেউ ছিলেন না।
 

 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?