পঞ্জাবের সম্ভাব্য দলে যুবরাজের নাম, 'দাদার' অনুমতি পেলেই ফের ২২ গজে যুবি ধামাকা

  • অবসর ভাঙার ইঙ্গিত আগেই দিয়েছিলেন যুবরাজ সিং
  • এবার যুবরাজের ২২ ফেরা কি শুধু সময়ের অপেক্ষা
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই মাঠে পিরতে পারেন যুবি
  • পঞ্জাবের সম্ভাব্য ৩০ জনের দলে রয়েছে যুবরাজের নাম
     

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ চলকালীন ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং। ভারতীয় বোর্ডের প্রতি তার ক্ষোভও উগড়ে দিয়েছিলেন আবেগ প্রবণ যুবি। তবে সম্প্রতি ফের অবসর ভেঙে ২২ গজে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ২০০৭ টি২০ বিশ্বকাপে ৬ ছক্কার মালিক। তবে কবে তিনি ২২ গজে ফিরবেন এবিষয়ে নিশ্চিৎ কিছু জানা যাচ্ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি২০ প্রতিযোগিতা থেকেই মাঠে ফিরতে চলেছেন যুবরাজ।

Latest Videos

সম্প্রতি বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে রঞ্জি ট্রফি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়েই শুরু হবে ঘরোয়া ক্রিকেট মরসুম। ১০ জানুয়ারি থেকে শুরু এই জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিসিসিআই ঘোষণার পরই সব রাজ্য ক্রিকেট সংস্থা নিজেদের দল ঘোষণা করে। সেই মতো পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের দল ঘোষণা করেছেন। আর সেই দলে সম্ভাব্য ৩০ জনের তালিকায় রয়েছে যুবরাজ সিংয়ের নাম। নেটে দলের সঙ্গে অনুশীলনেও দেখা গিয়েছে তাঁকে। শুধু ৩০ জনের দলে থাকাই নয়, পঞ্জাব দলের অনুশীলনেও দেখা গিয়েছে যুবরাজ সিংকে। ব্যাটিং নিয়ে খুব একটা সমস্যা না হলেও, ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটারের।

 

 

তবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেছিলেন যুবরাজ সিং। কিন্তু তারপর ফের অবসর ভেঙে ২২ গজে ফিরতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতির প্রয়োজন হয়। তবে যুবরাজের সবথেকে কাছের ও প্রিয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে সেই অনুমতি সহজেই দিয়ে দেবেন বলে আশা করা যায়। ফলে ফিটনেস নিয়ে একটি খাটতে পারলেও, যুবি ভক্তদের তাদের প্রিয় তারকাকে ২২ গজে দেখা শুধু সময়ের অপেক্ষা।

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News