কোন পেশায় উন্নতি কোন রাশির জাগতদের, জেনে নিন দৈনিক রাশিফল

Published : May 31, 2019, 11:52 AM IST
কোন পেশায় উন্নতি কোন রাশির জাগতদের, জেনে নিন দৈনিক রাশিফল

সংক্ষিপ্ত

কোন পেশায় আজ মিলবে সাফল্য কোন রাশির জাতদের জন্য শুভ কোন পেশা দেখুন দৈনিক রাশি ফল

  • মেষঃ আজকের দিনটা আর পাঁচটা দিনের থেকে অনেকাংশে আলাদা কাটবে। অনেক দিন দেখা হয়নি বা যোগাযোগ নেই এমন কারুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আজ। আপনি যদি শিল্পকলার সঙ্গে যুক্ত থাকেন তবে আজ আপনার দিনটি খুব শুভ।
  • বৃষ রাশিঃ আপনি যে সিদ্ধান্তই নেবেন সেটাই ঠিক। নিজের ওপর ভরসা রেখে এগিয়ে চলুন। নানান জনের কথায় কর্ণপাত করার কোনও প্রয়োজন নেই। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার দিনটি আজ শুভ।
  • মিথুনঃ আজ অর্থনৈকিত দিক থেকে দিনটি অনুকুলেই থাকবে। মিলতে পারে আটকে থাকা বিশাল অঙ্কের অর্থ। আপনি যদি সরকারি চাকুরীজীবি হন, তাহলে আপনার আজ পদোন্নতির সম্ভবনা আছে। শুধু নিজের কাজটা দায়িত্ব সহকারে শেষ করুন।
  • কর্কটঃ বুদ্ধি ও মেধার জোড়ে আজ আপনিই সেরা। নিজের কাজের জায়গায় অবস্থানটা আরও পাকা করে ফেলতে পারবেন। বেসরকারী চাকুরীজীবিদের জন্য আজকের দিনটা আশানুরূপ ভালোই কাটবে। প্রতিযোগীতার সন্মুখীন হতে হবে মাঝে মধ্যে।
  • সিংহঃ নিজের কাজের পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কিছু বলবেন, আপনাকে মাথায় রাখতে হবে কীভাবে আপনি সহজে হাতের কাজ শেষ করবেন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি শুভ। 
  • কন্যাঃ আজকের দিনটিতে পুনরায় একবার গুছিয়ে নিন আগামীর পরিকল্পনাগুলো। কিভাবে, কোন পথে এগোলে আসবে সাফল্যে বোঝার চেষ্টা করুন। বিদেশে, বা ভ্রমণ সংক্রান্ত বিষয় যিনি যুক্ত আছেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ।
  • তুলাঃ সকলের সহোযেগীতায় আজকের দিনটি আপনার ভালো কাটবে। পরিবার পরিজনদের পাশে পাবেন। নিজের মনোবল বাড়িয়ে কাজের জায়গায় সম্পূর্ণ মনোসংযোগ করুন। বেসরকারী চাকরি করেন যারা তাদের পক্ষে আজকের দিনটি শুভ।
  • বিশ্চিকঃ নিজের কাজের পদ্ধতি বদলে ফেলুন। দেখবেন পরিবর্তন আসবে। সহজেই সাফল্যের মুখ দেখতে পাবেন। ব্যাঙ্কে কর্মরতদের জন্য আজকের দিনটি অনুকুলেই কাটবে। মিলবে সুখবরও।
  • ধনুঃ আজ অনেক প্রবাদপ্রতীম ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল। কোনও অনুষ্ঠান সূত্রে বা কর্মসূত্রে অনেকের সঙ্গেই আজ আলাপ হবে। নতুন যোগাযোগ তৈরি হবে, এই রাশির জাতক যদি ডাক্তারীর সঙ্গে যুক্ত থাকেন তাহলে দিনটি খুব ভালো কাটবে।
  • মকরঃ আজ কাজের প্রতি অনুপ্রেরণা বাড়বে, বাড়বে একাগ্রতা। নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলুন, কোনও বাধাই অন্তরায় হয়ে দাঁড়াবে না আপনার পথে। নিজের প্রতি ভরসা রাখুন। লেখার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ দিনটি শুভ।
  • কুম্ভঃ আজ মিটতে পারে জীবনের কোনও বড় আশা। অপেক্ষায় থাকুন। মিটতে পারে পুরোনও কোনও আটকে থাকা কাজও। প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি খুবই শুভ।
  • মীনঃ আজ আয় ও ব্যায় প্রতি নজর রাখুন। আয় বাড়লেও ব্যয়ের সম্ভাবনাও বাড়বে। বুঝে খরচ করা উচিৎ। অর্থের লেনদেন-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালোই কাটবে। মিটবে বকেয়া অর্থও।

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল