অর্থনৈতিক দিক থেকে কতটা অনুকূল আজকের দিন, লগ্নির আগে দেখে নিন
অর্থনৈতিক দিক থেকে কেমন কাটবে আজকের দিন
লগ্নি করার ক্ষেত্রে কতটা শুভ
Jayita Chandra | Published : May 15, 2019 3:46 AM / Updated: May 15 2019, 03:08 PM IST
মেষঃ আজকের দিনটা আপনার জন্য খুব শুভ। পেতে পারেন কোনও ভালো খবর। অর্থনৈতিক দিক থেকে আপনার দিনটি আজ অনুকূল। তাই নতুন লেনদেনের বিষয় নিতে পারেন কোনও নতুন সিদ্ধান্ত।
বৃষ: আজকের দিনটা আপনি ভীষণ শান্ত হয়ে ঠাণ্ডা মেজাজে কাটাবেন। তাই আজ নেওয়া যে কোনও আর্থিক সিদ্ধান্তই আপার পক্ষে থাকবে। তবও একবার নিজে সব কিছু বিচার করে সিদ্ধান্ত নিন।
মিথুনঃ আজকের দিনটা আপনার খুব আনন্দেই কাটবে। তাই সেই সুবাদে সামান্য পরিকল্পনার বাইরে খরচ হতে পারে। তবে তা আপনাকে মানসিক শান্তি দেবে। খরচের পরিমাণ সামান্য কমানো প্রয়োজন।
কর্কটঃ কষ্টের উপার্জনের টাকা সঞ্চয় করতে সামান্য সমস্যা হবে। কাছের মানুষের চাহিদা মেটাতেই বেশ কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। আজকের দিনটা লগ্নি না করাই ভালো। ্অর্থনৈতিক দিক থেকে দিনটি অনুকূল নয়।
সিংহঃ পরিস্থিতি যেমনই হোক ভাগ্যের চাকা ঘুরবে। তাই নিজের ওপর ভরসা রাখুন। আজ ভালো কিছু আপনার জন্য ্ অপেক্ষা করছে। ভবিষ্যতে আপনি আপনার পরিশ্রমের যোগ্য মূল্য পাবেন, তাই হাল না ছেড়ে ভরসা রাখুন।
কন্যাঃ আপনার উদ্যোগে আপনার চারপাশের সকলে আজ উপকৃত হবেন। সকলকে নিয়ে এগিয়ে চলার জন্য মিলতে পারে পদন্নোতি, অর্থর আগমণের সম্ভাবনা আজ প্রবল। পেতে পারেন আটকে থাকা কোনও পুরনো টাকাও।
তুলাঃ পরিশ্রম কোনও দিন বৃথা যাবে না, এটা মাথায় রেখেই কাজ করুন। আপনার যোগ্য প্রাপ্তি আজই পেতে পারেন আপনি। আয় ও ব্যয় সামঞ্জস্য থাকবে তাই চিন্তার কোনও কারণ ঘটবে না আজ।
বিশ্চিকঃ জীবনের লক্ষ্যে পৌঁচ্ছতে গেলে পরিকল্পনা শুরু করুন আজ থেকেই। ব্যবসা লগ্নির জন্য আজকের দিনটি ভালো। তাই নিজের মতন করে গুছিয়ে নিন নিজের কর্মজীবন। অর্থসংক্রান্ত কোনও ঝুঁকিও নিতে পারেন আজ।
ধনুঃ আজকের দিনটা এক কথায় আপনার দিন। সকলের নজর কাড়বেন আপনি। এই সুযোগ কাজে লাগিয়েই নিজের জায়গা পাকা করে নিন। অপরিকল্পিত ভাবে কোনও অর্থাগমণের যোগও আছে আজ।
মকরঃ আপনার স্বপ্ন এত দিনে সত্যি করার সুযোগ পাবেন আজ। তাই পরিকল্পনা করে পা ফেলুন। এবং আজকের দিনটিকে কাজে লাগিয়ে ভবিষ্যত গুছিয়ে নিতে পারেন। আজকের কোনও সুযোগই হাত ছাড়া করবেন না, অর্থনৈতিক দিক থেকে সুখবর মিলবে আজ।
কুম্ভঃ নানা সমালোচনার মধ্যে দিয়ে কাটবে আপনার আজকের দিন। তাই নিজের কাজের প্রতি আজ একটু বিশেষ যত্ন নিন। কোনও রকম অর্থের লেনদেন-এ আজ না যাওয়াই ভালো।
মীনঃ আজ আপনি যা চাইবেন সব পরিকল্পনাই সফল হবে। তাই নিজের মতন করে আজকের অর্থনৈতিক দিকটা সাজিয়ে ফেলুন। লগ্নি করতে পারেন, পেতে পারেন অকষ্মিক অর্থও। ধন দেবী আজ আপনার ওপর তুষ্ট।