কেমন যাবে আজের দিন, জেনে নিন কোন সংখ্যায় ফিরবে আপনার ভাগ্য

  • মেষঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটের ওপর ভালোই কাটবে। পরিবার ও অফিস দুই ক্ষেত্রেই প্রয়োজনে মিলবে সহযোগিতা। শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করে নিন সকলের সঙ্গে। শুভ সংখ্যাঃ ৮
  • বৃষ রাশিঃ নিজের লক্ষ্য স্থির থাকার জন্য সাফল্যে আসে সহজেই। আজও তার ব্যতিক্রম হবে না। কর্মস্থলে সকলেই আপনার কাজে প্রসন্ন থাকবেন। তবে পরিবারের প্রতি নজর দেওয়াটাও প্রয়োজন, সে বিষয় লক্ষ্য রাখুন।  শুভ সংখ্যাঃ ৬
  • মিথুনঃ জীবনের মোড় ঘুরতে পারে আজ। বিরক্তিকর পরিবেশ থেকে মিলবে মুক্তি। সমস্যাগুলো একে একে কাটিয়ে ওঠা সম্ভব, তাই সেই দিকেই লক্ষ্য রাখুন। কোনও অযৌক্তিকর বিষয় মাথা ঘামিয়ে নিজেকে বিভ্রান্তের মধ্যে না ফেলাই ভালো। শুভ সংখ্যাঃ ২
  • কর্কটঃ খুব যত্নের সঙ্গে কর্মজগতের দায়গুলো মিটিয়ে ফেলুন। একসঙ্গে অনেক কাজ এসে পড়ায় সমস্যার সন্মুখীন হতে পারেন আপনি। তাই সময় মতন একে একে গুছিয়ে ফেলুন হাতে কাজ। অন্য বিষয় আজ নজর না দেওয়াই ভালো। শুভ সংখ্যাঃ ৯
  • সিংহঃ আজ দিনভর আপনাকে অনেক প্রতিযোগিতার সন্মুখীন হতে হবে। সেগুলোর সমাধান বুদ্ধির জোরে খুঁজে নিতে হবে। কোনও রকম আইনি পদক্ষেপের সঙ্গে আজ জড়িয়ে না পড়াই ভালো। শুভ সংখ্যাঃ ৫
  • কন্যাঃ আপনার কর্মদক্ষতার জোড়ে আজ সুনাম মিলবে সর্বত্র। সকলকে নিয়ে কোনও বড় প্রজেক্ট সামলানোর ভারও আসতে পারে আপনার কাঁধে। নিজের কাজের প্রতি আরও একাগ্রতা বাড়বে আজ, তবে অহেতুক মাথা গরম আজ না করাই ভালো। শুভ সংখ্যাঃ ৪
  • তুলাঃ একটু ভিন্ন ধরনের প্ল্যান থাকবে আজ। কাজের ফাঁকে মিলতে পারে ছুটি। ছোট কোনও ভ্রমণ পরিকল্পনাও হতে পারে, কর্মক্ষেত্রে দিনটি আজ ভালোই কাটবে। নতুন কোনও সমস্যা এড়িয়ে চলাই ভালো। শুভ সংখ্যাঃ ৬
  • বিশ্চিকঃ আজ জীবনের অনেক নতুন অভিজ্ঞতার সন্মুখীন হবেন আপনি। কর্মস্থলে নতুন ব্যক্তিতের সঙ্গে সাক্ষাৎও ঘটতে পারে। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিন। দিনটি মোটের ওপর ভালোই কাটবে। শুভ সংখ্যাঃ ৮
  • ধনুঃ কর্মজগতে মিলবে আজ নতুন ভার। নতুন করে জীবনের লক্ষ্যগুলো ঝালিয়ে নিন, কারণ নিজের কাজের ধাঁচে আজ সামান্য বদল ঘটাতে হবে। নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলাটা প্রয়োজন। শুঙ সংখ্যাঃ ৭
  • মকরঃ কর্মদক্ষতা আপনার আছে, কিন্তু নিজের দ্বায়িত্বগুলো সঠিক সময় পালন করতে হবে আজ। নচেৎ সমস্যার সন্মুখীন হবেন আপনি। নিজের প্রতি ভরসা রেখে হাতের কাজ সারুন। মনের ওপর কোনও প্রভাব আসতে দেবেন না। শুভ সংখ্যাঃ ৭
  • কুম্ভঃ কাজের জগতে আপনার দিনটি আজ ভালোই কাটবে, তবে কোনও রকম সমস্যা দেখলে মুহুর্তে তা সমাধানের পথ খুঁজুন। নচেৎ এই সমস্যা ভবিষ্যতে আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যাঃ ১৭
  • মীনঃ কর্মজীবন বা ব্যবসা, দুইয়েই উন্নতি ঘটবে, তাই নিজের পরিবারের প্রতি এবার খানিক নজর দেওয়া প্রয়োজন। অর্থাগামনের সকল রাস্তাই আজ আপনার জন্য খোলা। তাই কোনও পাওয়া টাকা থাকলে সেদিকে নজর দিন। শুভ সংখ্যাঃ ৭

Share this article
click me!

Latest Videos

পোলেরহাটে জঘন্য ঘটনা! পালানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলল পুলিশ | Bangla News Today | Polerhat News
অস্ত্র পাচারেই চলছে West Bengal-এ? Mamata Banerjee-র TMC-কে কাঠগড়ায় তুললেন Adhir Ranjan Chowdhury
Shankar Ghosh : "মমতা সবচেয়ে বড় ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী", কেন বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ
RG Kar মামলায় নতুন মোড়! কি বললেন আইনজীবী করুণা নন্দী? দেখুন | RG Kar News Today
‘Mamata Banerjee টিকতে পারবে না যদি Hindu-রা একসঙ্গে ভোট দেয়!’ বিস্ফোরক মন্তব্য Arjun Singh-এর