আর্থিক দিক থেকে কতটা শুভ আজকের দিন, বিনিয়োগ করার আগে নজর রাখুন

Published : May 26, 2019, 09:25 AM IST
আর্থিক দিক থেকে কতটা শুভ আজকের দিন, বিনিয়োগ করার আগে নজর রাখুন

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন অর্থ লাভের ক্ষেত্রে কতটা শুভ ব্যয় এড়িয়ে চলাই উচিৎ

  • মেষঃ আজকের দিনটি এই রাশির জন্য শুভ। কর্মক্ষেত্রে ভালোই কাটবে, পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনাও প্রবল। হতে পারে পদোন্নতি। ব্যয়ের দিকে নজর রাখতে হবে। অর্থের যোগান হলেই তা খরচ করার উপক্রম হতে পারে। সে বিষয় নজর রাখুন।
  • বৃষ রাশিঃ আজকের দিনটা খুব ভালো কাটবে। কর্ম্যদক্ষতার জন্য মিলবে সুনাম। ফলে নতুন কোনও কাজের দায়ভারও আসতে পারে আপনার কাঁধে। সেখান থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনাও আছে। পরিবারের সমস্যাগুলো এড়িয়ে চলুল। সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে।
  • মিথুনঃ এই রাশির জাতকের জন্য আজকের দিনটি খুব শুভ। অর্থের আগমন হবে দিনভর। পাওনা টাকা, বা আটকে থাকা টাকা মিলতে পারে আজ। গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে দিনটি অনুকূল। বিনিয়োগের জন্য আজ অর্থ ব্যয় করা যেতে পারে।
  • কর্কটঃ আজ কোনও বিষয় না থাকাই ভালো। কোনও ক্রমে নিজের হাতের কাজ সেরে নিয়ে বাড়ি ফিরে আসুন। কোনও রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজ। সেই দিকে নজর দিন। অর্থের বিষয় কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।
  • সিংহঃ ব্যবসার ক্ষেত্রে এই জাতকের দিনটা আজ ভালো কাটবে। নতুন কোনও বনিয়োগের সুযোগও আসবে। তা ভালো করে যাচাই করে দেখে নিয়ে তবেই বিনিয়োগ করুন। নচ্যেৎ সমস্যা বাড়তে পারে।
  • কন্যাঃ আজকের দিনটা অর্থের বিষয় ততটা শুভয় নয়, তাই কর্মক্ষেত্রে নতুন কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ব্যবসার দিকেও নজর দিতে হবে। নয়তো ক্ষতির সন্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। তাই বুঝে সিদ্ধান্ত নিন।
  • তুলাঃ আজকের দিনটি ঘটনাবহুল দিন। সারাদিন নানান কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আজ ব্যয়ের সম্ভাবনা প্রবল। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। আয় দেখে ব্যয় করুন।
  • বিশ্চিকঃ আজ নতুন কোনও কাজের সন্ধান মিলতে পারে। কোনও আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে। নতুন কোনও সুযোগ এতে তা ভালো করে বুঝে নিন, কোনও সুযোগই হাতছাড়া করা উচিৎ হবে না।
  • ধনুঃ বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে আজ। অর্থলাভের ক্ষেত্রে দিনটি মোটামুটি। কাউকে আজ অর্থ ধার না দেওয়াই ভালো। আটকে থাকা অর্থের কিছু অংশ আজ মিলতে পারে। সেই বিষয় নজর রাখুন।
  • মকরঃ অর্থের বিষয় আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা। অন্য কোনও উপায় অর্থ লাভের সুযোগ আসতে পারে আজ। নতুন কোনও পদক্ষেপ নেওয়ার আগে যাচাই করে নিন। বিনিয়োগের জন্য দিনটি শুভ।
  • কুম্ভঃ আজ কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। নতুন কোনও দ্বায়িত্ব এড়িয়ে না গিয়ে সেদিকে নজর দিন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে আজ। প্রিয়জনদের সঙ্গে অর্থের বিষয় কোনও বোঝাপড়া করার আগে ভালো করে বিষয়টি দেখে নিন।
  • মীনঃ ব্যয়ের সম্ভাবনা প্রবল। তাই বুঝে খরচ করুন। নচেৎ সমস্যার সন্মুখীন হতে হবে। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগের আগে সকলের পরামর্শ নিন। ভালো সুযোগ আসতে পারে। সেদিকে নজর রাখুন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল