কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jul 22, 2019, 09:26 AM IST
কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

মেষ- পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা হতে পারে আজ।পারিবারিক জন্য বেশ খানিকটা অর্থ ব্য়য় হয়ে যাবে আজ। বাকি থাকা কাজ আজকের দিনে শেষ করে ফেলাই ভাল।  মনের মানুষটিকে আজ কষ্ট দেওয়া হয়ে যেতে পারে।

বৃষ- ব্যবসাক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে আজ। অর্থব্যয় প্রাপ্তির সমানুপাতিক।কর্মক্ষেত্রে অপরের ওপর আধিপত্য বিস্তারের মানসিকতা যদি বৃদ্ধি পেতে পারে আজ।  সন্তানের গতিবিধি আপনাকে ভাবাবে।  প্রিয়জনের থেকে দূরত্ব বাড়তে পারে আজ

মিথুন - হীনমন্যতা ঝেড়ে ফেলে এগিয়ে চলুন আজ। আজ অর্থ ও সম্মান প্রাপ্তিযোগ রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীর ষড়যন্ত্রের শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র প্রভাব পড়বে। দূরবর্তী স্থানে যাত্রাযোগ শুভ।

কর্কট-  কোনও বন্ধুর কাছ থেকে পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে আজ। সার্বিক দিক দিয়ে আজ মিশ্র প্রকৃতির দিন। রাস্তায় একটু সাবধানে চলাফেরা করুন, নইলে দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। 

সিংহ- কর্মক্ষেত্রে আপনার সৎসিদ্ধান্ত প্রশংসিত হবে। অর্থযোগ শুভ। বন্ধুর  অবদান ভুলে যাবেন না। বন্ধুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবেন না। প্রেমিকার সঙ্গে সমস্ত মান-অভিমানের পালা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কন্যা- নিজের বোধশক্তি কাজে লাগিয়ে বন্ধুবেশি শত্রুদের চিনে নিন। শত্রুরা আপনার চারপাশে বন্ধুর ছদ্মবেশে ঘুরছে, তাদের থেকে সাবধান।  শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হবে। ব্যবসায়ে লোকসানের মুখোমুখি হতে পারেন। প্রিয়জনের মুখ আপনার ক্লান্তি কাটিয়ে দেবে। 

তুলা-  দিনের শেষ ভাগে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বাণিজ্যে আজ লাভের মুখ দেখবেন। আপনার সাফল্যে আপনার পরিবারের সকলে ভাল চোখে দেখবে না। পরিবারে আজ কোনও সুখবর পেতে পারেন। 

বৃশ্চিক- কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ঝঞ্ঝাটপূর্ণ। পারিবারিক কাজে হঠাৎ করেই দূরে কোথাও যেতে হতে পারে।  ব্যবসায়ীরা শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করবেন।

ধনু-  আজকের দিনটি সবদিক থেকেই খুব ভাল। বন্ধুদের সঙ্গে আজ বেশ ভাল আড্ডা জমবে। শারীরিক কিছু সমস্যায় ভোগান্তি হতে পারে আজ। মাথায় হঠাৎ করেই আজ দুর্দান্ত সব কাজের পরিকল্পনা এসে যাবে, তবে সেই নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা না করাই ভাল।

মকর - বেকারদের জন্য আজকের দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চরম আকার ধারণ করতে পারে। সন্তানের বিদেশে চাকরির সুযোগ এসে যেতে পারে। বহু দিনের দাম্পত্য কলহের আজ অবসান ঘটবেই। 

কুম্ভ- আজকের দিনটা আপনার জন্য খুব ভাল। নতুন কোন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ প্রবল।পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানদের মধ্যে কেউ বিদেশ যেতে পারে।  জমি-জমা বিক্রি করার ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। 

মীন - কোন সমস্যা সমাধানে আধ্যাত্মিক পথে অবলম্বন করে চললে ভাল ফল পাবেন। বাড়তি খরচের জন্য পরিবারের মধ্যে অশান্তির যোগ দেখা দিতে পারে। ব্যবসাক্ষেত্রে বুঝে-শুনে বিনিয়োগ করুন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল