কেমন যাবে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jul 08, 2019, 08:45 AM IST
কেমন যাবে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কেমন কাটবে আজকের দিন কী বলছে আজকের রাশিফল

মেষ- পাওনা টাকা আদায় নিয়ে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। তবে গুরুজনের পরামর্শে ব্যবসার সমস্যা সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে। শারীরিক সমস্যার প্রকোপে কাজকর্মে বাধা আসতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা হতে পারে।

বৃষ- পারিবারিক বিবাদের জেরে পৈতৃক সম্পত্তি লাভে জটিলতা দেখা দিতে পারে। তবে উপস্থিত বুদ্ধিতে সহজেই কার্যোদ্ধার করতে পারবেন। যাত্রাযোগ আজ শুভ। রাস্তা-ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা মেনে চলা দরকার। ব্যবসার ক্ষেত্রে গোপন শত্রুর সংখ্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে আজ  মিশ্র প্রভাব পড়বে।

মিথুন-আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিলে তার মাসুল গুনতে হতে পারে। পারিবারিকক্ষেত্রে বহু দিনের পুরনো বিরোধের মীমাংসা হয়ে যাবে। প্রেমেরক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে আজ। দাম্পত্য জীবনে অসান্তির আবহ তৈরি হতে পারে আজ। যাত্রাযোগ শুভ।

কর্কট-কাজের সুবাদে সপরিবার দূরভ্রমণের সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ। পরিকল্পনার ত্রুটির জন্য আর্থিক ক্ষতি হতে পারে। আজকের দিনে স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন।প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসাক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিংহ- নিজস্ব পরিকল্পনায় কর্মক্ষেত্রে সাফল্য মিলতে পারে। সম্পত্তি কেনা-বেচা নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ শুভ।

কন্যা- নতুন কোনও কাজ শুরু করার জন্য আজকের দিনটি শুভ। প্রেমে শুভ পরিণতির দিকে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত বাক্যব্যয় বিপদ ডেকে আনতে পারে আজ। সন্তানের কিছু কিছু কাজ নিয়ে মনে গভীর চিন্তার জন্ম নিতে পারে। যাত্রাযোগে মিশ্র প্রভাব পড়বে।

তুলা- কর্মক্ষেত্রে উন্নতি ধীর গতির হলেও সাফল্য আসবেই। শারীরিক সমস্যায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ বাড়বে। তবে প্রেমের বিষয়ে বন্ধুদের সাহায্য পাবেন। অর্থযোগে শুভ ফল লাভ হতে পারে। যাত্রাযোগ শুভ। 

বৃশ্চিক- ব্যবসায়ে কোনও ভুল সিদ্ধান্তে লোকসানের আশঙ্কা বেড়ে যাবে। কর্মক্ষেত্রে মাত্রাছাড়া ঝুঁকি বিপদ ঘটাতে পারে। শারীরিক জটিলতায় ভোগান্তি বাড়বে। দাম্পত্য জীবনে বিশ্বাসের অভাব দেখা দিতে পারে। প্রেমযোগে বাধা আছে।

ধনু- ভাল কাজের স্বীকৃতি মেলার ইঙ্গিত দেখা যাচ্ছে। অতিরিক্ত রাগ সাংসারিক জীবনে অশান্তি ডেকে আনতে পারে। শিক্ষার্থীদের উন্নতির যোগ আছে। প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের যোগ রয়েছে। সন্তানের আচরণে পরিবর্তন আপনাকে ভাবাবে।

মকর- আপনার সাহসিকতার জোরে শত্রুর পরিকল্পনা ভেস্তে যেতে পারে। শারীরিক সমস্যা বাড়ার ফলে কর্মে ব্যাঘাত ঘটবে। প্রেমিকার জন্য কোনও পুরনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ ঘটতে পারে। যাত্রাযোগে শুভ ফল লাভ হবে।

কুম্ভ- উচ্চপদস্থ কর্তাব্যক্তির সুনজরে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি দখল নিয়ে পরিবারের অন্দরেই অশান্তি শুরু হতে পারে। পরিবারের তরফে মানসিক আঘাতের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ আজ মিশ্র প্রভাব পড়বে।

মীন- কঠোর শ্রম ও দক্ষতার স্বীকৃতি আজ নাও মিলতে পারে, এতে হতাশ হবেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কিছুটা কম হবে। প্রেমযোগ শুভ। দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা সফল হবে আজ।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল