কেমন কাটবে ছুটির দিন, দেখে নিন আজকের রাশিফল

  • কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ
  • কী বলছে আজকের রাশিফল
  • কেমন কাটবে আজকের দিন
  • কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা
Indrani Mukherjee | undefined | Published : Jun 23, 2019 8:57 AM
  • ণে অর্থব্যয় ঘটবে। কর্মক্ষেত্রে কারওর সঙ্গে অযথা তর্ক না করে কাজে মন দিন। 
  • বৃষ-  অর্থযোগ শুভ। নতুন কোনও পরিকল্পনায় হাত দিতা গেলে আজ বাধার সম্মুখীন হতে পারেন আজ। ব্যবসাক্ষেত্রে আয়ের নতুন পথ খুলে যেতে পারে আজ। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। 
  • মিথুন- মন কিছুটা অশান্ত হলেও শরীরে আজ ভরপুর কর্মক্ষমতা অনুভব করবেন।  উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে ভ্রমণের যোগ রয়েছে। নিজেকে আজ জড়িয়ে ফেলতে পারেন সামাজিক কোনো কাজে।  অর্থপ্রাপ্তি ও অর্থব্যয়ের সমানন যোগ রয়েছে।
  • কর্কট- মনকে শান্ত করার চেষ্টা করুন নইলে অনেক সুবর্ণ সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ।  ব্যবসায়িক সাফল্য আসবে। অর্থযোগ শুভ।
  • সিংহ - অনেকদিনের পুরনো পাওনা টাকা আজ পেয়ে যেতে পারেন। পছন্দের মানুষটিকে মনের কথাটি আজ বলেই ফেলুন। কর্মক্ষেত্রে বিশেষ কোনও গতি করে ওঠা মুশকিল আজ, তবে বাণিজ্যের জন্য দিনটি শুভ।
  • কন্যা- শরীরে আজ দুর্বলতা অনুভব করতে পারেন। দূরের যাত্রা শুভ। সাংসারিক অশান্তির জেরে মানসিক শান্তি ব্যহত হবে। শিক্ষাক্ষেত্রে আজ উন্নতি করার সুবর্ণ সুযোগটি পেয়ে যেতে পারেন আজ।  
  • তুলা- কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মুখে পড়তে পারেন আজ। নতুন কোনো প্রকল্প হাতে নিতে চাইলে পাশাপাশি বিকল্প কিছু পথও হাতে রাখুন। অর্থযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র প্রভাব বর্তমান। 
  • বৃশ্চিক - অর্থেযোগ রয়েছে, কিন্তু তা হাতে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সঙ্গীকে অকারণে সন্দেহ করবেন না, প্রেম কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আজ ব্যবসায় খানিকটা লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। 
  • ধনু - কর্মক্ষেত্রে সহকর্মীদের চক্রান্তের শিকার হতে পারেন, তাই সাবধান। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুবর্ণ সুযোগটি একেবারেই হাতছাড়া করবেন না। বাবা-মায়ের শারীরিক অবস্থার ভাবাবে আপনাকে। 
  • মকর-  কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের আচরণগত  কিছু পরিবর্তন টের পাবেন। অর্থযোগ শুভ। ভ্রমণের জন্য মনে শান্তি পাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ।
  • কুম্ভ- আজ সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। মনের সব অশান্তি দূর হবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুদনদের পরামর্শ নিন। উচ্চশিক্ষার জন্য সুবর্ণ সুযোগটি আজ হাতের মুঠোয় চলে আসতে পারে। 
  • মীন- ব্যবহারই আপনার পরিচয়, এমন কোনও কথা বলবেন না যাতে কেউ আঘাত পায়। সঙ্গীকে আজ একটু সময় দিন। আজই বাকি থাকা সমস্ত কাজ সেরে নিন। নইলে কাজের চাপ সামলে উঠতে পারবেন না। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটি শুভ। 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী