কেমন যাবে আজকের দিন, দেখে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 20, 2019, 09:27 AM IST
কেমন যাবে আজকের দিন, দেখে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল

  • মেষ- কোনও ভরসাযোগ্য মানুষদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে আজ। দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্ক থাকুন। সংসারে কোনও পরিবর্তনের ফলে সমস্যা দেখা দিতে পাের। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আজ বুঝে-শুনে বাক্য ব্যয় করুন।
  • বৃষ- আজ শুভ গ্রহের অবস্থানজনিত কারণে সুফল পাবেন। কর্মক্ষেত্রে আলোচনার সময় যথেষ্ট সতর্ক থাকুন। পারিবারিক ক্ষেত্রে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির বিষয় নিয়ে পরিবারে বিশেষ আলোচনা হবে আজ। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ শুভ। 
  • মিথুন- কাজের ক্ষেত্রে সাময়িক সমস্যা আসতে পারে। সমস্যা মানিয়ে চলতে হবে। সাংসারিক কলহে জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। 
  • কর্কট- আজ কর্মক্ষেত্রে যশ লাভে সমস্যা দেখা দিতে পারে। গুণীজনদের মধ্যে জায়গা করে নিতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন আজ। কারও কথা শুনে ব্যবসাক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। আজ সঞ্চয়ের সুযোগ থাকবে।
  • সিংহ- সম্পত্তি লাভের প্রক্রিয়ায় কেউ বাধা দিতে পারে। পরিবারের গুরুজনদের সহায়তায় জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। আজ আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। শরীরের দিকে বিশেষ নজর দিন। প্রেমের দন্য আজকের দিনটি শুভ।
  • কন্যা- কর্মক্ষেত্রে সাফল্য আসবে আজ। আর্থিক দিক থেকে দিনটি শুভ, সঞ্চয়ের পরিমাণ বাড়বে। পরিবারের বয়স্ক মানুষদের সঙ্গে বিশেষ সময় কাটান আপনার মন ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিন। 
  • তুলা- দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রেও হতে পারে এি একই সমস্যা। কর্মক্ষেত্রে বেকারদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে বয়সে ছোট ব্যক্তিদের সঙ্গেও পরামর্শ করুন, সুফল পাবেন।
  • বৃশ্চিক- কোনও শত্রুর শত্রুতায় মানসিক আঘাত পেতে পারেন। আজ ব্যবসাক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে আপনার হারানো সম্মান ফেরত পাবেন আজ। আজ দূরবর্তীস্থানে ভ্রমণ শুভ।
  • ধনু-  ভুল বোঝাবুঝির জেরে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রেও অশান্তির জের গড়াতে পারে অনেক দূর। বাবা-মার সঙ্গে মনোমালিন্য হতে পারে। আত্মবিশ্বাস নিয়ে জটিল কাজে সাফলেয পাবেন আজ। সন্তানের শিক্ষাক্ষেত্রে সুনাম মেনসিক শান্তি দেবে। 
  • মকর-আজকের দিনে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন। শরীরে কোনও অংশে আঘাতের যোগ রয়েছে। আত্মীয়দের প্ররোচনায় সাংসারিক অশান্তির যোগ রয়েছে। ব্যয়ের ফলে সঞ্চয়ের পরিমাণ কম হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ।
  • কুম্ভ- পুরনো সমস্যার ফলে দাম্পত্যজীবনে অশান্তি। ব্যবসাক্ষেত্রে আজকের দিনটি মোটের উপর শুভ। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যার সাহায্যে সুনাম অর্জন করতে পারবেন। পরিবারের সমস্যা সমাধানে আজ একটা বোঝাপড়া করা প্রয়োজন। 
  • মীন- মনের মানুষটিকে ঘিরে আজ পরিবারে অশান্তির যোগ রয়েছে। বিশ্বস্ত ব্যক্তির দিক থেকে আশাহত হতে পারেন আজ। অর্থ সমস্যায় পড়লেও ভাগ্যলক্ষীর সহায়তায় সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তবে সন্তানের গতিবিধি নিয়ে আজ চিন্তায় পড়তে পারেন।

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল