কর্মক্ষেত্রে কেমন প্রভাব পড়বে, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 27, 2019, 08:51 AM ISTUpdated : Jun 27, 2019, 08:52 AM IST
কর্মক্ষেত্রে কেমন প্রভাব পড়বে, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কেমন কাটবে আজকের দিন কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল  

  • মেষ- ইদানিংকালে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন, কিন্তু অস্থিরতার মধ্য দিয়েও কর্মক্ষেত্রে খুবই ভালভাবে প্রভাব বিস্তার করতে পারবেন। আপনার কিছু বন্ধু শত্রু সেজে ঘুরে বেড়াচ্ছে। তবে কারওর ফাঁদে পা না দিয়ে নিজের মতো করে চলার চেষ্টা করুন। অর্থনৈতিক মন্দা কেটে যাবে, চাকরির অবস্থার পরিবর্তন ঘটতে পারে।
  • বৃষ - মানসিক চাঞ্চল্য বাণিজ্যে ক্ষতি ডেকে আনতে পারে। যাবতীয় সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পারিপার্শিক পরিবর্তন আপনার মনেও ওপর প্রভাব ফেলবে। অর্থ আসবে না আজ। প্রণয়ের জন্য দিনটি শুভ।
  • মিথুন- বাকি থাকা খাজ আর ফেলে না রেখে আজই শেষ করার চেষ্টা করুন।ব্যবসাক্ষেত্রে সাহস করে ঝুঁকি নিয়েই ফেলুন, দেখবেন সাফল্য পাবেন। দূরের কোনো আত্মীয় বাড়িতে আসবে আজ। যাত্রাযোগ শুভ।
  • কর্কট- আজ কোনও শুভাকাঙ্খীর সঙ্গে পথেই আপনার দেখা হয়ে যেতে পারে। স্বাস্থ্যে কিছুটা পরিবর্তন আপনাকে মানসিকভাবে চাপে রাখবে। কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে। অর্থ লাভে মানসিক শান্তি পাবেন আজ।
  • সিংহ-  আজ বিচক্ষণতার সঙ্গে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নিন। কাছের মানুষদের জন্যে আপনার করা ভবিষ্যদ্বাণী মিলে যেতে পারে আজ। কর্মক্ষেত্র বদল হওয়ার সম্ভাবনা দেখা দেবে। সঞ্চয়ে মন দিন।
  • কন্যা - একাকীত্ব আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে।নিজের মনের কথা কারওর  সঙ্গে ভাগ করে নেবেন না তাতে আপনার পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে। বিদেশযাত্রা সুযোগ আসতে পারে হঠাৎ করে। অর্থযোগের পাশাপাশি অতিরিক্ত ব্যয়ও আপনাকে ভাবাবে।
  • তুলা- নতুন ব্যবসায় আরও মনোযোগী হন। কাছের বন্ধুকে  আজ না বিস্বাস করাই ভাল।  প্রাক্তন প্রেমের কথা মনে করে মন ভারাক্রান্ত হয়ে উঠতে পারে আজ। অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে আজ।
  • বৃশ্চিক- কর্মক্ষেত্রে অভিনব কোনো উদ্যোগ প্রশংসিত হবেন আজ। অর্থের প্রতি অতিরিক্ত আকর্ষণ জন্ম নিতে পারে আজ। পড়াশোনায় সন্তানের উন্নতি মনে শান্তি দেবে আজ। দাম্পত্য কলহ থেকে মুক্তি পাবেন। 
  • ধনু-  চাকরিক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে হঠাৎ করেই বন্ধু-বান্ধবদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে। আজকের দিনে মন ভরে সঙ্গীকে সময় দিন। 
  • মকর- আজকের দিনে মিশ্র প্রভাব পড়বে। দিনের মধ্যভাগে ব্যবসায়িদের আয় বৃদ্ধি হবে। অফিসে কাজের প্রচণ্ড চাপ বাড়বে, এর জন্য প্রস্তুত থাকুন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আজ। বিয়ের জন্য কথা এগোনোর ক্ষেত্রে আজকের দিনটি শুভ। 
  • কুম্ভ- এবার থেকে সঞ্চয়ের দিকে একটু নজর দিন। শেয়ারে বিনিয়োগকারীদের জন্য আজ খুবই ভাল দিন।বিবাহিতদের জন্য আজকের  দিনটি ঝঞ্ঝাটপূর্ণ। আয়ের পথ প্রশস্ত হবে আজ। সন্তানের উন্নতিতে মন ভাল হবে। 
  • মীন -  আজ বেকারদের চাকরির খবর আসতে পারে। বন্ধুর কাছ থেকে পাওনা টাকা আদায় হবে আজ। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকবে। প্রেমের ক্ষেত্রে কারওর বাধা না শোনাই ভালো। অর্থযোগ শুভ। 

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা