কেমন কাটবে আজকের সারাদিন, জেনে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jul 16, 2019, 08:49 AM IST
কেমন কাটবে আজকের সারাদিন, জেনে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কী বলছে আজকের রাশিফল কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা

মেষ-পরিবারের সকলের প্রচেষ্টায় বৈষয়িক দিক থেকে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার পরিবেশ আজ সম্পুর্ণভাবে আপনার আয়ত্তে থাকবে। পরিবারে সদস্যের সঙ্গে কোনও কারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ। কর্মক্ষত্রে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। পরিবেশ অনুকূল থাকায় প্রতিপক্ষ শান্ত থাকবে। প্রেম ও যাত্রা যোগ শুভ।

বৃষ-বুদ্ধিবলে অর্থ লাভ করার সুযোগ আসবে আজ। বহুদিনের ধার পরিশোধে স্বস্তি ফিরে পেতে পারেন। গোপনে বিশ্বস্ত কারওর মাধ্যমে কাজ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যজীবন সুখের হবে। প্রেম যোগ শুভ থাকলেও যাত্রায় বাধা রয়েছে।

মিথুন-সাংসারিক শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের শুভ সময় আসছে। মনের নেতিবাচক চিন্তাকে দূর করে দিন। কর্মক্ষেত্র নতুন কোনও সংবাদ পেতে চলেছেন আজ। প্রেম যোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

কর্কট-অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বহু দিনের পাওনা টাকা ফিরে পাবেন আজ। ভাল কোনও যোগাযোগের ফলে কাজে সাফল্য পাবেন। আপানর সিদ্ধান্তের ফলে কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রেম যোগ ক্ষীণ। যাত্রা যোগ শুভ।

সিংহ-শত্রুর করা গোপন চক্রান্ত আজ আপনার জীবনে বিপত্তি ডেকে আনতে পারে। মূল্যবান দ্রব্যাদি লাভের যোগ রয়েছে। বিকেলে কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল হতে পারে। প্রেমের জন্য আজকের দিনটা মোটের ওপর ভাল নয়।

কন্যা- ব্যবসাক্ষেত্রে কিছু বাধার যোগ রয়েছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আগে শেষ করুন। আজকের দিনে অতিরিক্ত লাভের আশা করবেন না। যাত্রাযোগে সমস্যা থাকায় রাস্তায় সাবধানে চলাফেরা করতে হবে। শারীরিক অসুস্থতায় কষ্ট পেতে পারেন আজ। কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে।

তুলা-পরিবারের কারওর কারণে সংসারে ঝামেলা ও অশান্তি দেখা দেবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। সকালের দিকে কোনও ভাল সুযোগ এলেও দুপুর কাটিয়ে তবেই কোনও সিদ্ধান্ত নিন। পাওনা টাকা আদায়ের যোগ আছে। প্রেম যোগে বাধা আছে।

বৃশ্চিক-আপনার ইতিবাচক কাজকর্ম আপনাকে কর্মক্ষেত্রের সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবে। তবে কিছুটা পারিবারিক দুশ্চিন্তা বজায় থকবে। উপস্থিত থাকতে হবে পারিবারিক কাজে। দুপুরের পর থেকে দিনটি আপনার জন্য সুখকর হয়ে উঠবে। যাত্রাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে পারিবারিক অশান্তি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু-গুরুজনের মতামত উপেক্ষা করবেন না। পরিবারে বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রতিকূলতার সঙ্গে মানিয়ে চললে দিনের শেষ ভাগে সফলতা আসবে। যাত্রা যোগে বাধা থাকলেও বড় সমস্যার সম্ভাবনা নেই। প্রেমযোগ শুভ।

মকর- কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতায় কাজ পন্ড হয়ে যেতে পারে। সমস্যায় পাশে পাবেন কোনও পুরনো বন্ধুকে। অশুভ প্রভাবগুলি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতে পারে। সূর্যাস্তের পর অশুভ প্রভাব কমতে শুরু করবে। প্রেমযোগ শুভ।

কুম্ভ- আজদিনের শুরুতে প্রেম নিয়ে সমস্যা আসতে পারে। দিনের মধ্যভাগে নতুন কাজের সূচনা হতে পারে। দিনের মধ্যভাগে প্রেম নিয়ে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক যোগ অনুকূল থাকায় সঞ্চয় করতে পারবেন আজ। সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন আজ।

মীন-আজ অর্থের অভাব বোধ করতে পারেন। প্রেম নিয়ে সমস্যা দেখা দিলে হতাশ হবেন না। কর্মক্ষেত্রে দিনটি শুভ এবং সফল ভাবে কাটানোর চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির যোগ আছে। যাত্রা পথে বাধা লাভ করতে পারেন আজ।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল