কেমন কাটবে আজকের দিন, দেখে নিন আজকের রাশিফল

Indrani Mukherjee |  
Published : Jun 25, 2019, 09:34 AM IST
কেমন কাটবে আজকের দিন, দেখে নিন আজকের রাশিফল

সংক্ষিপ্ত

কোনদিকে ঘুরবে ভাগ্যের চাকা কী বলছে আজকের রাশিফল কেমন কাটবে আজকের দিন কর্মজগতে কতটা প্রভাব পরবে আজ

  • মেষ- কোনও আত্মীয়ের চক্রান্তে সম্পত্তিরপ বিষয়ে গোলযোগ দেখা দিতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক জোর বৃদ্ধিতে কর্মক্ষেত্রে সুফল পাবেন। যাত্রাযোগ শুভ। প্রেমের জন্য আজকের দিনটি শুভ। 
  • বৃষ- বিলাসিতার জন্য বাড়তি খরচ বাড়বে। সঞ্চয়ে মন দিন। আগুন থেকে দূরে থাকুন। প্রেমে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে জটিলতার সম্ভাবনা দেখা যাচ্ছে। দূরবর্তী স্থানে যাত্রাযোগ শুভ।
  • মিথুন-আলাপ-আলোচনার মাধ্যমে সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধানের আশা আছে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। প্রেমের সমস্যা সমাধান করতে পরিচিত কারওর সাহায্য নিতে হতে পারে। আজকের দিনে যাত্রাযোগ শুভ। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ রয়েছে।
  • কর্কট-ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ করার আগে পরিবারের কারওর সাহায্য নিন। উচ্চাকাঙ্খার জন্য প্রতি পদে বিপদে পড়তে হবে আপনাকে। প্রেমেরক্ষেত্রে কোনও বন্ধুর পরামর্শ না নেওয়াই ভাল। গোপনে কেউ আপনার ক্ষতি করতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
  • সিংহ-কর্মক্ষেত্রে আকস্মিক বাধা দেখা দিলেও হতাশ হবে না। ঘনিষ্ঠ বন্ধুর ষড়যন্ত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন। ব্যবসাক্ষেত্রে সতর্কভাবে পা ফেলুন। প্রেম নিয়ে সমস্যার ফলে মানসিক চাপ বাড়বে। রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন।
  • কন্যা-নিকট কোনও আত্মীয়ের চক্রান্তে মানহানির আশঙ্কা রয়েছে।সন্তানের গতিবিধি আপনাকে ভাবাবে। প্রিয়জনের আচরণে আঘাত আসতে পারে। আজ বুঝে বাক্য ব্যয় করুন। আজ আপনার বলা কথা অন্য কাউকে আঘাত দিতে পারে।  গুরুজনের পরামর্শে মিলতে পারে সমস্যার সমাধান। যাত্রাযোগ মিশ্র।
  • তুলা-আজকের দিনে জমি-বাড়ি ক্রয়ের পরিকল্পনা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য জীবনে শান্তি ও সাংসারিক সুস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যেতা পারেন আজ।
  • বৃশ্চিক-দূরদৃষ্টি জন্য কঠিন সমস্যা থেকে রক্ষা পেতে পারেন আজ। গুণীজনের সান্নিধ্য আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। অর্থযোগ রয়েছে সেই সঙ্গে অর্থহানিরও সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য দিনটি শুভ। যাত্রাযোগে বাধা রয়েছে।
  • ধনু-আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা। অর্থযোগে শুভ ফললাভ দেখা যাচ্ছে। প্রেম-প্রণয়ের জটিলতার অবসান হবে।  সন্তানের জন্য দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
  • মকর-ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ। সন্তানের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিতে চিন্তার অবসান হবে। লোভের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রেম নিয়ে কিছু জটিলতা দেখা দিলেও তা কেটে যাবে।
  • কুম্ভ-সামান্য ভুলের জন্য আর্থিক ক্ষতি বাড়তে পারে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সমস্যা আদালত পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে। প্রেমে বিঘ্ন ঘটতে পারে। যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
  • মীন-আজকের দিনে ব্যবসায়ীদের জন্য বিশেষ সাফল্য অপেক্ষা করছে। অনেকদিন ধরে চলতে থাকা মামলার সুষ্ঠু নিষ্পত্তির সম্ভাবনা অতি ক্ষীণ। শারীরিক সমস্যার জন্য বাড়তি খরচ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ মিশ্র প্রভাব পড়বে। যাত্রাযোগ শুভ।

PREV
click me!

Recommended Stories

জন্ম নক্ষত্র: এই নক্ষত্রে জন্মালে ২০২৬-এ কোটিপতি হওয়া নিশ্চিত! কারা আছেন তালিকায়?
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা