রিচালির সংগীতে বাজলো ফুকরের অম্বারসারিয়া ,প্রেমের শুরুর দিনগুলো আবার নতুন করে বাঁচলেন তারা

প্রেম শুরুর দিন গুলো আবার নতুন করে বাঁচলেন রিচালি। সংগীত অনুষ্ঠানে অম্বারসারিয়া গানে যুগলের নাচ মন করলো অনুরাগীদের 

অবশেষে পরিণতি পাচ্ছে  বর্তমানে বলিউডের সবচেয়ে হট ও চর্চিত কাপল  অভিনেত্রী রিচা চাড্ডা এবং আলি ফয়জলের সম্পর্ক।আগামী  ৬ ই অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  তারা। তার আগে তাদের সংগীত অনুষ্ঠানে ,যুগলের এক নাচ ভাইরাল হলো নেট দুনিয়ায়। তাদের নাচের তালে মজলেন তাদের অনুরাগীরা থেকে ভক্ত সকলেই । 

২ বছর আগে ফুকরে সিনেমার শুটিং চলাকালীন দুজনের আলাপ , তারপর সেই জল গোড়ায় অনেকদূর। আলাপ থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম। তবে ফুকরের দিনগুলো যে ছিল গোল্ডেন ডে'স তা স্বীকার করেছেন দুজনেই। তাই সেই ফুকরের দিনগুলো আবার ফিরিয়ে আনতেই ফুকরের "অম্বারসারিয়া" গানে নিজেদের সংগীত অনুষ্ঠানের মঞ্চ কাঁপালেন দুজন। কিছু  নাচ , কিছু আড্ডা ,কিছু মস্তি সব মিলিয়ে জমজমাট ছিল রিচালির সংগীত অনুষ্ঠান।  এই জমাটি অনুষ্ঠানের আনন্দ ভক্তদের সাথে  ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়া তাদের নাচের ভিডিও পোস্ট করেন  এই দম্পতি। শুধু ‘আম্বারসারিয়া’ নয়, এক মিনিটের ভিডিওতে, ঐশ্বরিয়া রাই বচ্চনের  ‘রাবন’ সিনেমার ‘রাঁঝা রাঞ্জা’-তেও নাচতে দেখা গেলো তাদের।  

Latest Videos

এছাড়াও সম্প্রতি আলী ফয়সল তাদের সংগীতের আর একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নাগিন ডান্স  করছেন। পিছনে উন্মত্ত ঢোল বাজছে। আর সেই ঢোলের তালে তালেই পা মেলাচ্ছেন আলি সহ আরও অন্যান্যরা। 

রিচা চাড্ডা এবং আলি ফজলের মেহেন্দি, হালদি, সঙ্গীত এবং ককটেল অনুষ্ঠানসহ প্রাক-বিবাহ উত্সবগুলি গত সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আগামী ৬ ই অক্টোবর মুম্বাইয়ে হবে  তাদের বিয়ে।  ফুকরের সেটে যে প্রেম শুরু হয়েছিল নানান প্রতিবন্ধকতার পর অবশেষে সেটা পরিণতি পাচ্ছে। তাদের সম্পর্কের যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তা নিয়ে যারপরনায় খুশি তাদের বন্ধু ,পরিবার ও অনুরাগী সকলে 

আরও পড়ুন এ যেন রূপকথার বিয়ে, দেখে নিন রিচা-আলির চোখধাঁধানো মেহেন্দি সেরেমনির একঝল

আরও পড়ুন ৬ অক্টোবর গাঁটছড়া বাঁধছেন রিচা চাড্ডা এবং আলি ফজল, এক ঝলকে দেখে নিন তাদের প্রাক বিবাহের কিছু মুহূর্ত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?