পুজোতে নিজের ভাগ্য ফেরান,হাসি খুশি থাকুন

  • নিজের ভাগ্য ফেরান খুব সহজে 
  • নেঘেটিভ শক্তি থেকে মুক্ত করতে ঘরে  গ্লাসে  জল রাখুন
  • সম্ভব হলে বাড়িতে হালকা রঙ করুন
  • বাড়ির উত্তর-পূর্ব দিকটি পরিষ্কার রাখুন    
     

পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। ঢাকে কাঠি পড়ল বলে।প্রায় প্রত্যেকেরই বোধয় পুজোর বাজার শেষ।কেউবা দূরে ঘুরতে যাবেন। কারো বাড়িতে হয়তো অথিতি আসবে। জমিয়ে চলবে আড্ডা । আর সেই সঙ্গে নতুন জিনিস কেনা,প্রিয়জনকে উপহার দেওয়া, মিষ্টিমুখ করানোর মতো রীতি তো বাঙালির ঘরে ঘরে ।নিজের ভাগ্য ফেরাতে শারদীয়ার প্রাক্কালে অনেকেই অনেক কিছু করেন।কিন্তু তবু বোধয় কিছু বাকি রয়ে যায়।  তাই এই  পুজোতে বাস্তু মতে, বাড়ির ভিতরে কয়েকটি ছোট পরিবর্তনে নিজের ভাগ্য ফেরান খুব সহজে। কি করে তাহলে জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন, কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

Latest Videos

১। বাড়ির উত্তর-পূর্ব দিকটি পরিষ্কার করতে হবে। বাড়ির ওই অংশে যাতে কোনও লাল রংয়ের বস্তু না থাকে। যদি থাকে ওখান থেকে সরিয়ে রাখলে ভালো হয়।
 
২। বাড়ির পশ্চিম দিকে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের রুপোর মূর্তি রাখলে আপনার পরিবারের  প্রতিবন্ধকতা দূর হবে। আপনি আর্থিক ভাবে সফল হবেন।  

 ৩। বাড়ির উত্তর দিকে সবুজ রংয়ের ফুলদানিতে হালকা রঙের  ফুল গাছ লাগান ।এতে পরিবারে শুভ শক্তির প্রবেশ ঘটে। 

৪। বাড়ির কোনও অংশ ভেঙ্গে গিয়ে থাকলে ,মেরামত করুন। সম্ভব হলে বাড়িতে হালকা রঙ করুন।  

পুজো আসছে, জীবনটাকে আরও সুন্দর করতে মেনে চলুন এই বাস্তুর এই নিয়মগুলি

৫। বাড়িতে প্রবেশদ্বারের পাশে তুলসী গাছ রাখুন।নিয়মিত সন্ধ্যা আরতি করুন এবং ভোরে সূর্য প্রনাম করে জল দিন ।

৬। পুরো বাড়িকে নেঘেটিভ শক্তি থেকে মুক্ত করতে ঘরের কোনায় কাঁচের গ্লাসে পরিস্কার জল রাখুন। 

আশা করা এই ছোট খাট  পরিবর্তনের মধ্যে দিয়েই আপনার পরিবারে ভাল দিন ফিরে আসবে। 
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি