পুজো ঘিরে ব্যস্ততা তুঙ্গে গায়ক অভিজিতের বাড়িতে, দেখে নিন পুষ্পাঞ্জলির ভিডিও

Published : Oct 06, 2019, 11:39 AM IST
পুজো ঘিরে ব্যস্ততা তুঙ্গে গায়ক অভিজিতের বাড়িতে, দেখে নিন পুষ্পাঞ্জলির ভিডিও

সংক্ষিপ্ত

পুজোয় মাতলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য প্রকাশ্যে এল তাঁর বাড়ির মাতৃপ্রতিমার ছবি সকলের পুষ্পাঞ্জলি দেওয়ার ভিডিও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে সেখানেই পুজোর তদারকি করতে দেখা যায় তাঁকে

বলিউডের সেরা পুজোর তালিকায় থাকা অন্য এক পুজো হল লোখান্ডওয়ালায় অভিজিৎ ভট্টাচার্যের পুজো। সেই পুজোকে ঘিরেও মানুষের উত্তেজনা থাকে বেজায় তুঙ্গে। সেখানে মহাষষ্ঠী থেকে মহাসমারহে চলছে দেবী বন্দনা। ফলে গায়কের ব্যস্ততা এখন বেজায় তুঙ্গে। 

পুজো থেকে শুরু করে প্রসাদ বিতরণ, প্রতিবারই সক্রিয় অবস্থায় সকলে পেয়ে থাকেন গায়ককে। এবারেও তার ব্যতিক্রম হল না। নিজেই দাঁড়িয়ে থেকে পুজোয় সামিল হতে দেখা গেল অভিজিৎ ভট্টাচার্যকে। বরাবরই তিনি পছন্দ করেন সাবেকি পোশাক। মাঝে মধ্যেই ধূতি-পাঞ্জাবিতে নজর কাড়েন তিনি। ফলে পুজোতেও যে তিনি সাবেকি লুকে নজর কাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রানি মুখোপাধ্যায় ও কাজলের পুজোর সেলিব্রেশনের ছবি। এবার সামনে উঠে এল অভিজিৎ ভট্টাচার্যের বাড়ির পুজোর ছবি। তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয় এই ভিডিও। যেখানে দেখা যায় সকলেই পুষ্পাঞ্জলি দিতে হাজির হয়েছেন লোখান্ডওয়ালার মণ্ডপে। 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা