পুজোয় বিশেষ শুভেচ্ছা কোয়েলের, মল্লিক বাড়ির ঠাকুর দালান থেকেই শেয়ার করলেন ভিডিও

Published : Oct 05, 2019, 07:15 PM IST
পুজোয় বিশেষ শুভেচ্ছা কোয়েলের, মল্লিক বাড়ির ঠাকুর দালান থেকেই শেয়ার করলেন ভিডিও

সংক্ষিপ্ত

পুজোয় শুভেচ্ছা বার্তা জানালেন কোয়েল মল্লিক বাড়ির প্রতিমার ভিডিও শেয়ার করলেন মিতিন মাসি লুকেই ধরা দিলেন তিনি এদিন ধন্যবাদ জানালেন সকলকে পাশে থাকার জন্য

টলিউডে মল্লিক বাড়ির পুজো মানেই তা ঘিরে সকলের উত্তেজনা তুঙ্গে। অষ্ঠমী হোক কিংবা নবমী, ভবানীপুর চত্বরে থাকা মানেই একবার মল্লিক বাড়িতে হানা দেওয়া চাই। এক দিকে ভক্তদের যেমন এই পরিস্থিতি, তেমনই অন্যদিকে তারকাদের ঢল নামে এই মল্লিক বাড়িতে। 

তবে এবার ক্যামেরায় কোয়েল মল্লিক ধরা দিলেন খানিকটা মিতিন মাসি লুকেই। পরনে শাড়ি, হালকা মেকাপ। দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়েই সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালেন তিনি। সপ্তমীর সকালে সকলকে শুভেচ্ছা জানিয়েই পুজোয় মাতলেন কোয়েল মল্লিক।

 

 

অন্যবারের থেকে এবার তাঁর পুজোর আমেজটা খানিকটা ভিন্ন। কারণ এবছর তিনি বেজায় ব্যস্ত ছিলেন মিতিন মাসি ছবির প্রোমশন নিয়ে। সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ অক্টোবর। ছবি ঘিরে একাধিক প্রশংসা শুনে বেজায় খুশি কোয়েল। সকলকে ধন্যবাদ জানালেন পাশে থাকার জন্য। ঠিক তেমনই যাঁরা এই ছবি দেখেননি তাঁদের ছবিটি দেখার কথাও বললেন এদিন কোয়েল। 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা