মুখার্জি বাড়ির পুজোয় সামিল বলিতারকারা, তালিকা থেকে বাদ পড়লেন না আলিয়া-রণবীর-হৃত্বিক

Published : Oct 08, 2019, 01:12 PM ISTUpdated : Oct 08, 2019, 01:13 PM IST
মুখার্জি বাড়ির পুজোয় সামিল বলিতারকারা, তালিকা থেকে বাদ পড়লেন না আলিয়া-রণবীর-হৃত্বিক

সংক্ষিপ্ত

মুখার্জি বাড়ির পুজোয় হাজির আলিয়া-রণবীর লাল শাড়িতে অনবদ্য আলিয়া দুই তারকাকে পেয়ে সকলেই তুলে নিলেন সেলফি শ্যুটিং-এর ব্যস্ততার মাঝেই খানিক প্যান্ডেল হোপিং

বিটাউনে মুখার্জি বাড়ির পুজো মানেই সেখানের বলি তারকাদের উপচে পড়া সমাবেশ। একের পর এক তারকা হাজির হলেন পুজোর চারদিন ধরে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না আলিয়া-রণবীরও। লাল শাড়িতে এদিন সকলের নজর কাড়লেন তিনি। 

 

 

কাজল ও রানির উপস্থিতিতেই হাজির হলেন দুই তারকা। দেখা করে নিলেন ভক্তদের সঙ্গে। তুললেন সেলফি। পুজোর আমেজে গা ভাসিয়ে এবার প্যান্ডেল হপিং-এ ক্যামেরা বন্দি হলেন এই দুই তারকা। সঙ্গে ছিলেন হৃত্বিক রোহনও। 

 

 

সাদা কুর্তাতে রণবীর কাপুরও ছিলেন এদিন অনবদ্য। বর্তমানে ছবির কাজ নিয়ে দুই তারকাই বেজায় ব্যস্ত। তাঁদের উপস্থিতিতে সকলের নজর কাড়ে এই দিন। মাতৃপ্রতিমার সামনে বসে আশির্বাদও নিলেন তাঁরা পুরোহিতের কাছ থেকে। সকলের কপালে ছিল হোমের টিপ। পোজ দিয়েই ছবি তুললেন তাঁরা। রণবীর এদিন তাঁর বন্ধুর সঙ্গে হাজির হয়েছিলেন। আলিয়া রণবীর পুজোয় উপস্থিত হলেও তাঁদের এবার দেখা গেল না এক সঙ্গে। দুজনে আলাদাই হাজির হলেন এদিন। অষ্টমীতেই এই পুজোয় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে পুষ্পাঞ্জলি দিতে। 

 

 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা