প্রত্যেকেরই জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বাড়ি। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি বানানোর ক্ষেত্রে বাড়ির জমি কেনার সময় কয়েকটা বিষয়ে নজর দেওয়া উচিত।বাস্তুশাস্ত্রে সূর্যকে কেন্দ্র করে, বাড়ি তৈরির কথা বলা আছে। তাই জমি কেনার ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে বাস্তুদোষ কাটানো সম্ভব। ঠাকুরঘর, শোবার ঘর, স্নানের ঘর ইত্যাদি সব ঘর গুলি কোন দিক গুলিতে বানানো উচিত,তাহলে জেনে নেওয়া যাক-
আরও পড়ুন, মহাঅষ্টমীর তিথি এই রাশিগুলির জন্য অত্যন্ত শুভ
১। বাস্তুমতে, পশ্চিম দিক হল সাফল্য ও খ্যাতির দিক। আর দক্ষিণ দিক হল ধন-সম্পত্তি, সৌভাগ্য ও শান্তির দিক।
২। পূর্ব দিক কে পরিবারের কল্যাণের দিক বলে । বাস্তু মতে, বাড়ি তৈরির সময় পূর্ব দিকের কিছুটা জায়গা ছেড়ে রাখলে বাড়ির প্রধানের আয়ু বৃদ্ধি হয়।
৩। ঈশান কোণ পরিবার কে এগিয়ে নিয়ে যায়। খেয়াল রাখবেন এই কোণ এ কোনও রকমের বাধা যেনও না থাকে।
৪। অগ্নি কোণ শরীর-মন ভাল রাখে । এই কোণ বাধাপ্রাপ্তি হলে পরিবারে অশান্তির সৃষ্টি হয়।
আরও পড়ুন, রজস্বলা মহিলাদের কী পুজোয় অংশগ্রহণ করা উচিত! এই বিষয়ে কী বলেছে সনাতন ধর্ম
৫। বায়ু কোণ সম্পর্ক তৈরির ক্ষেত্রকে প্রভাবিত করে। বায়ু কোণ বাধাপ্রাপ্তি হলে শত্রুর সংখ্যা বাড়ে।
৬। নৈঋত কোণ বিচার-বুদ্ধিতে বড় করে তোলে । নৈঋত কোণ নতুন সম্পর্ক তৈরিতেও সাহায্য করে।