কাশ্মীরে ভারতীয় সেনার 'অত্যাচার' নিয়ে পাকিস্তান যত সুর চড়িয়েছে, ততই বালুচিস্তান, সিন্ধ প্রদেশের পাক সংখ্যালঘুদের উপর প্রশাসনের নির্যাতন নিয়ে বিশ্বে মুখ পুড়েছে পাকিস্তানের। এবার পুজোর থিমেও উঠে এল সেই বালুচিস্তানের কথা। তবে কলকাতায় নয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের গড়ওয়ায়।
গড়ওয়ার এই পুজো প্যান্ডেলটি গড়া হয়েছে বালুচিস্তানের হিংলাজ মাতার মন্দিরের আদলে। এই হিংলাজ মাতা, দেবী দুর্গারই এক রূপ। হিন্দুদের ৫১টি শক্তিপিঠের অন্যতম মরুতীর্থ নামে পরিচিত এই মন্দির। বালুচিস্তানের লাসবেলা জেলার মাকরান উপকূলে মরুভূমির মধ্যে পাথুরে এলাকায় অবস্থিত এই মন্দির।
পুরান অনুযায়ী সতির দেহ বিষ্ণু ছিন্ন-বিচ্ছিন্ন করার পর দেবীর মাথা এসে পড়েছিল এই হিংলাজে। প্রতি বছর এপ্রিল মাসে হিন্দু পূণ্যার্থীরা এই হিংলাজ মন্দিরে চার দিনের জন্য তীর্থযাত্রায় আসেন। পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা এই মন্দিরকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হন। আর সেই মন্দিরের আদলে প্যান্ডেল বানিয়েই তাক লাগিয়ে দিয়েছে গড়ওয়া। একই সঙ্গে পাক হিন্দুদের প্রতি প্রশাসনের নির্য়াতনের কথাও এইভাবে স্মরণ করিয়ে দিয়েছে।