কোমড়ে শাড়ি গুঁজে ঢাক বাজালেন নুসরত, অষ্টমীর লুকে বাজিমাত করলেন নিখিল-নুসরত

Published : Oct 06, 2019, 06:03 PM IST
কোমড়ে শাড়ি গুঁজে ঢাক বাজালেন নুসরত, অষ্টমীর লুকে বাজিমাত করলেন নিখিল-নুসরত

সংক্ষিপ্ত

শাড়ি পরে অষ্টমীতে ঢাক বাজালেন নুসরত সকলের নজর কেড়ে মণ্ডপে হাজির নব দম্পতি লাল রঙেই ধরা দিলেন নিখিল-নুসরত ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

পুজোর আমেজে গা ভাসিয়েছে এখন পুরো টলি-পাড়া। নানা মুহুর্তের ছবি পোস্ট করে শেয়ারও করে নিচ্ছে সকলের সঙ্গে। একে অন্যকে টেক্কা দিয়ে সেরা কে, সেই দিকেই নজর ভক্তের। চতুর্থী থেকেই পুজোর লুক নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই। সেই তালিকাতে ছিলেন নুসরত জাহানও।

বিয়ের পর প্রথম পুজো। ইতিমধ্যেই পুজোর আমেজে সকলের নজর কেড়েছেন নুসরত। তবে অষ্ঠমী এই জুটি বেছে নিলেন লাল রঙ। ধূতি পাঞ্জাবিতে নিখিল এবং লাল শাড়িতে নুসরত, অষ্টমীর সকালটা এভাবেই নিজেদের সাজিয়ে তুললেন তাঁরা। রীতিমত ঠাকুরও দেখতে বেড়লেন অষ্টমীতে। নিখিলকে পাশে নিয়ে দিলেন পুষ্পাঞ্জলিও। 

 

 

তবে চমকের এটাই শেষ নয়, পুজো মণ্ডপে গিয়ে কোমড়ে শাড়ি গুঁজে ঢাক বাজালেন নুসরত। পিছিয়ে রইলেন না লিখিলও। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নুসরত। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। পুজোর আমেজে মেতে অষ্টমীতে ঢাকের তালে কোমড়ও দোলালেন তিনি। সব মিলিয়ে এই জুটি যে এক কথায় চুটিয়ে প্রেম করছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা