আজ মহাষষ্ঠী। আপনি কি সংসারের সমস্যায় জর্জরিত? দুশ্চিন্তায় পুজোর আনন্দ উল্লাস থেকে কি অনেক দূরে? তবে মেনে চলুন এই ঘরোয়া টাটকা। দুর্গাপুজোয় এই নিয়ম মেনে চললে পেতে পারেন অনেক সমস্যা থেকে মুক্তি।
দুর্গাপুজো (Durga Puja) মানেই আবেগ আর আত্মহারা আনন্দে মেতে ওঠা। কিন্তু এই আনন্দ কি আদৌ সকলের জন্য? সকলেই কি এই পুজোতে আনন্দ উপভোগ করার সুযোগ পায়? আর্থিক অনটন থেকে পারিবারিক সমস্যা পুজোর মরশুমেও অনেকের জীবন ঘিরে থাকে নানান সমস্যায়। তবে দুর্গাপুজোয় মেনে চলুন ঘরোয়া কিছু টোটকা (Tips)। সম্পূর্ণ না হলে ও অবশ্যই মিলবে সমস্যা থেকে মুক্তি।
আরও পড়ুন- ষষ্ঠীর দিন জীবনে আসতে পারে নতুন সম্পর্ক, জেনে নিন কোন কোন রাশির জাতকদের ফিরবে আজ ভাগ্য
কী কী মেনে চলবেন দুর্গাপুজোয়?
আরও পড়ুন- ষষ্ঠী থেকে নবমী- দুর্গা তিথি অনুযায়ী বেছে নিন পোশাকের রং, জীবনে আসবে সমৃদ্ধি-শান্তি
দুর্গাপুজোয় (Durga Puja) মাতৃ আরাধনা শুভ। এই সময় সঠিকভাবে সকল নিয়ম মেনে চললে জীবনের অনেক সমস্যা থেকেই মুক্তি পাওয়া সম্ভব।
আরও পড়ুন- পঞ্চমী ও ষষ্ঠী, জেনে নিন দূর্গাপুজোর সঠিক সময়, এই দুদিনের নির্ঘন্ট