Durga Puja- দশমীর দিনই দুর্গাপুজো শুরু হয় রায়গঞ্জের খাদিমপুরে

রায়গঞ্জ থানার ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রাম নতুন করে মেতে উঠেছে শারদীয়ার আনন্দে। তবে এখানে দেবী দুর্গাকে "বালাইচণ্ডী" রূপে পুজো করা হয়ে থাকে। 

দুর্গাপুজো শেষ। আকাশে বাতাসে এখন শুধু বিষাদের সুর। মন খারাপের আবহ চারিপাশে। গোটা রাজ্যে যখন এই ছবি ধরা পড়েছে ঠিক তখনই অন্য ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খাদিমপুরে। সেখানে আবার শুরু হল পুজো। যার জেরে আনন্দের বন্যা বইছে গোটা গ্রামে। দশমীতেই এখানে দুর্গাপুজো শুরু হয়। পুজোর আনন্দে মেতে ওঠেন খাদিমপুর গ্রামের আট থেকে আশি সকলেই। পুজোর চারদিন সেখানে মেলাও বসে। 

Latest Videos

আরও পড়ুন- Durga Puja: দশমীতেও হামলা বাংলাদেশের মন্দিরে, বেধড়ক মার ভক্তদেরও

রায়গঞ্জ থানার ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপুর গ্রাম নতুন করে মেতে উঠেছে শারদীয়ার আনন্দে। তবে এখানে দেবী দুর্গাকে "বালাইচণ্ডী" রূপে পুজো করা হয়ে থাকে। এখানে দেবী দশভুজার বদলে চতুর্ভুজা। চার হাতেই দেবীর অস্ত্র থাকলেও এখানে দেবীর পদতলে নেই মহিষাসুর। তবে অন্যান্য দুর্গামণ্ডপের মতো এখানেও দেবীর পাশে দেখা যায় কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকেই।

আরও পড়ুন- Vijaya Dashami- চাঁচলে লণ্ঠনের আলো দেখিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ

খাদিমপুরের বাসিন্দা তথা পুজো কমিটির কর্মকর্তা সত্যেন্দ্র নাথ বর্মন বলেন, "কত বছরের পুরোনো এই পুজো তা কেউই বলতে পারে না। আনুমানিক পাঁচশো বছর ধরে এই একই নিয়মে দশমীর দিনেই এখানে বালাইচণ্ডী রূপে দেবী দুর্গাকে পুজো করা হয়ে থাকে। দশমীর রাতে শুরু হওয়া এই পুজো চলবে তিনদিন। পুজোর পাশাপাশি এই এলাকায় মেলার আয়োজন করা হয়।" 

আরও পড়ুন, 'বাংলাদেশি সংখ্যালঘুদের রক্ষা করতে রাজ্য-কেন্দ্র এক হও', হামলায় প্রতিবাদ সন্তোষ মিত্র স্কোয়ারের

আর এই বালাইচণ্ডী রূপী দুর্গাপুজোই খাদিমপুর গ্রামের বাসিন্দাদের কাছে আসল পুজো। এই পুজোকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো রীতি মেনে আজও খাদিমপুরের এই দুর্গাপুজোয় চলে আসছে বলি প্রথা। এখানকার বালাইচণ্ডী রূপী দেবী দুর্গাকে খুবই জাগ্রত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। আর সেই কারণে বহু দুর থেকে দর্শনার্থীরা আসেন খাদিমপুরে। শারদীয়া উৎসব যেখানে শেষ হয়ে বিষাদের সুর বেজে উঠেছে আর তখনই রায়গঞ্জ শহর থেকে ১৩ কিলোমিটার দূরে খাদিমপুর গ্রামে আগমনীর আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রা।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন