চেনা ছকেই এবার মহালয়ার অনুষ্ঠান
ভোর পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান
মহালয়ার ভোরে মহিষাসুরমন্দিনীর গল্প বলবেন মধুমিতা-ইন্দ্রানী
শিবের ভূমিকায় জিতু কমল
প্রতিবারের মত এবারও এক বেসরকারী চ্যানেলে মহালয়ার সকাল বিশেষভাবে সাজিয়ে তোলা হল দর্শকদের জন্য। এখানে দুর্গা রূপে আবারও দেখা যাবে মধুমিতা সরকারকে। সঙ্গে থাকছেন ইন্দ্রানী হালদার। দুই অভিনেত্রীই দুর্গারূপে দর্শকদের কাছে অতি পরিচিত মুখ।
আরও পড়ুনঃ আত্মরক্ষার করতে মাথায় রাখুন তিনটি বিষয়, টিপস দিলেন কোয়েল মল্লিক
তবে এবার দুর্গার বিপরীতে শিবের ভুমিকায় দেখা যাবে জিতু কমলকে। গতানুগতিক ছন্দেই মহালয়ার গল্প বলার চল এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ফলে প্রতিবারই এক নতুন আঙ্গিকে তুলে ধরা হয় মহিষাসুরমর্দিনী। এবারেও তার ব্যতিক্রম হল না। মায়ের বেশ কিছু বিশেষরূপেই বিশ্লেষণ পাওয়া যাবে এই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ রাঁধেন চিংড়ি মাছের মালাইকারি , গিটার বাজিয়ে গান শোনান বর ,পুজোর আড্ডায় খোলামেলা সোমলতা
এবারের অনুষ্ঠানের নাম দুর্গা দুর্গতিনাশিনী। সেখানে ইন্দ্রানী হালদার, মধুমিতা ছাড়াও থাকছেন আরও বেশ কয়েকজন অভিনেত্রী। প্রমিতা চক্রবর্তী, রুকমা রায়, শ্যামোপ্তি মুদলি, প্রত্যুষা পাল, সোহিনী গুহ রায় প্রমুখেরা। প্রত্যেকেই এবার দর্শকদের নজর কাড়লেন। বেশ কয়েকদিন ধরেই এই অনুষ্ঠানের ট্রেলার সম্প্রচারিত হচ্ছে স্টার জলসায়। এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। ভোর পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান।