মিমির পুজো ক্লোলাজ, ধুনচি নাচ থেকে শুরু করে সন্ধ্যা আরতি, অন্য লুকে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী

Published : Oct 15, 2021, 03:27 PM IST
মিমির পুজো ক্লোলাজ, ধুনচি নাচ থেকে শুরু করে সন্ধ্যা আরতি, অন্য লুকে ধরা দিলেন সাংসদ-অভিনেত্রী

সংক্ষিপ্ত

দূর্গাপুজোর মুরসুমে সোশ্যৈল মিডিয়ায় সকলের নজর কাড়লেন মিমি চক্রবর্তী। মুহূর্তে ভাইরাল তাঁর বাড়ির দূর্গাপুজো। 

প্রতিবছরই প্রথা মেনে মিমি চক্রবর্তীর বাড়িতে পুজো হয়ে থাকে। তাই এই মরসুমে মিমি চক্রবর্তী বরাবরই নিজের বাড়িতেই সময় কাটান। বিভিন্ন ব্যস্ততার খাতিরে কলকাতায় তঁর আনাগোনা থাকলেও, এই সময় মিমির বাড়ির পুজো দেখতে মানুষ আসেন বহু দূর দূর থেকে। আর তাই এই পুজোর কটা দিন তাঁর ব্যস্ততা তুঙ্গে। ঝড়ের বেগে মিমির সময় কাটতে থাকে। আর রূপের ঝলকে তিনি মন জয় করে নেন সকলেরই। 

 

 

 

এবারও তার ব্যতিক্রম হল না। ষষ্ঠী থেকে শুরু করে দশমী, মিমি বাড়ির পুজোয় যে কতটা মেতে, তা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়। শাড়িতেই এই কয়েকদিন ফ্রেমবন্দি তিনি। নবমীর রাতে রীতিমত ধুনচি নাচ নেচে সকলের নজর কাড়লেন তিনি। পরনে ছিল কালো শাড়ি, সঙ্গে ধরা দিলেন নয়া লুকে। পূজো কমিটির আরও সদস্যদের সঙ্গে নবমীর জমিয়ে দিলেন তিনি। 

 

আরও পড়ুন- পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি, পুজোর মুখে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা নুসরতের

আরও পড়ুন- খালি গায়ে শরীর মিলেমিশে একাকার, মলদ্বীপের সৈকতে আদরে মত্ত রাজ-শুভশ্রী, অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

আরও পড়ুন-- 'নির্লজ্জ, বেহায়া, উগ্র', কেন এই মন্তব্য শুনতে হল জেনেলিয়াকে, খোলসা করলেন আরবাজ

 

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ঝড়ের বেগে হয়ে উঠল ভাইরাল। পাশাপাশি এই কয়েকদিনে তাঁর আপলোড করা একের পর এক ছবিতেই মুগ্ধ নেট দুনিয়া। কোথাও তিনি পুজোর প্রস্তুটিতে ব্যস্ত, কোথাও নজরে এলো পুজোর সাজ, সব মিলিে মিমির পুজো বেশ ভালোই কাটল। 

      

 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা