দুর্গাপূজায় নয়া নির্দেশিকা আদালতের। সিঁদুর খেলা, অঞ্জলী দেওয়া থেকে আরতি, সমস্ত উপাচার করতে পারবে পূজাকমিটিগুলি।
দুর্গাপূজায় (Durga Puja) নয়া নির্দেশিকা(New guidelines) আদালতের। সিঁদুর খেলা, অঞ্জলী দেওয়া থেকে আরতি, সমস্ত উপাচার করতে পারবে পূজাকমিটিগুলি। বড় প্যান্ডেলের (Puja Pandal) ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন এবং সর্বাধিক ৬০ জনকে ঢোকার অনুমতি(Permission) দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। অন্যদিকে, ছোট প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ১০ জন এবং সর্বাধিক ১৫ জন উপাচারগুলিতে অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে, কারা কারা প্যান্ডেলে ঢুকবেন তাদের নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। সেই অনুযায়ী তালিকা মিলিয়ে প্রবেশাধিকার মিলবে। যাঁরা প্যান্ডেলে ঢুকবেন তাঁদের প্রত্যেকের টিকার দুটি ডোজ থাকতে হবে। প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে আদালত। নিয়ম মানা না হলে পুলিশ পূজার অনুমতি বাতিল করতে পারবে।
জানা গিয়েছে, এবার কলকাতা মেট্রো রাতভর চলবে না। সপ্তমী, অষ্টমী, নবমী সকাল ১০ থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ১০ টা ও রাত ১১টায়। আর সন্ধেবেলায় মেট্রো চলবে ৬ মিনিট অন্তর। দশমীতে পুরোনো সূচিতে ফিরবে মেট্রো।