দেওয়া যাবে পুষ্পাঞ্জলী, খেলা যাবে সিঁদুর, দুর্গাপূজায় নয়া নির্দেশিকা হাইকোর্টের

দুর্গাপূজায় নয়া নির্দেশিকা আদালতের। সিঁদুর খেলা, অঞ্জলী দেওয়া থেকে আরতি, সমস্ত উপাচার করতে পারবে পূজাকমিটিগুলি।

দুর্গাপূজায় (Durga Puja) নয়া নির্দেশিকা(New guidelines) আদালতের। সিঁদুর খেলা, অঞ্জলী দেওয়া থেকে আরতি, সমস্ত উপাচার করতে পারবে পূজাকমিটিগুলি। বড় প্যান্ডেলের (Puja Pandal) ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন এবং সর্বাধিক ৬০ জনকে ঢোকার অনুমতি(Permission) দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। অন্যদিকে, ছোট প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ১০ জন এবং সর্বাধিক ১৫ জন উপাচারগুলিতে অংশগ্রহণ করতে পারবেন। 

Latest Videos

এদিকে, কারা কারা প্যান্ডেলে ঢুকবেন তাদের নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। সেই অনুযায়ী তালিকা মিলিয়ে প্রবেশাধিকার মিলবে। যাঁরা প্যান্ডেলে ঢুকবেন তাঁদের প্রত্যেকের টিকার দুটি ডোজ থাকতে হবে। প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে আদালত। নিয়ম মানা না হলে পুলিশ পূজার অনুমতি বাতিল করতে পারবে।

জানা গিয়েছে, এবার কলকাতা মেট্রো রাতভর চলবে না। সপ্তমী, অষ্টমী, নবমী সকাল ১০ থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলবে। প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ১০ টা ও রাত ১১টায়। আর সন্ধেবেলায় মেট্রো চলবে ৬ মিনিট অন্তর। দশমীতে পুরোনো সূচিতে ফিরবে মেট্রো।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury