জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে শরতে বর্ষার আমেজ, অন্য পরিবেশ তৈরিতে ব্যস্ত উদ্যোক্তারা

Published : Sep 05, 2022, 08:57 PM IST
জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে শরতে বর্ষার আমেজ, অন্য পরিবেশ তৈরিতে ব্যস্ত উদ্যোক্তারা

সংক্ষিপ্ত

উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোতেও রয়েছে থিম। দুর্গাপুজো ২০২২ এর থিম বর্ষামঙ্গল।  তাঁরা বাংলার ৬টি ঋতুর মধ্যে একটিকে বেছে নিয়েছেন। তাহলে কি ঠাকুর দেখতি গিয়ে মণ্ডপে ঢুকলে ভিজে যাবেন? এই প্রশ্নটাই মনে আসছে তো! না, ভয় পাওয়ার কিছু নেই। বর্ষার পুজো আমেজটাই পাবেন

ঠাকুর দেখতে গেলে বৃষ্টির মধ্যে পড়তে পারেন। কিন্তু ভয় নেই। একদমই ভিজবেন না। চলতি বছর দক্ষিণবঙ্গে বর্ষার খরা রয়েছে এখনও পর্যন্ত। তাই বর্ষার মনের খরা কাটাতে অবশ্যই যেতে পারেন উত্তর কলকাতার জগৎ মুর্খার্জি পার্কের ঠাকুর দেখতে। ৮৬তম বর্ষে পা রেখেছে এই পুজো। উদ্যোক্তাদের সোশ্যাল মিডিয়ায় স্লোগান 'উত্তর কলকাতার গর্ব- উত্তর কলকাতার অহংকার'। তাই ঠাকুর দেখতে গিয়ে উত্তর কলকাতার বনেদিয়ানা তো মিস করবে না। উল্টে বেশি কিছু পেতেই পারেন। 

বর্তমান পুজো মানেই থিমের ছড়াছড়ি। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোতেও রয়েছে থিম। দুর্গাপুজো ২০২২ এর থিম বর্ষামঙ্গল।  তাঁরা বাংলার ৬টি ঋতুর মধ্যে একটিকে বেছে নিয়েছেন। তাহলে কি ঠাকুর দেখতি গিয়ে মণ্ডপে ঢুকলে ভিজে যাবেন? এই প্রশ্নটাই মনে আসছে তো! কারণ তেমনই প্রচার চালাচ্ছেন উদ্যোক্তারা। তাঁরা পুজোর স্লোগান '২০২২এর কলকাতা এবার ভাসবে'। না, ভয় পাওয়ার কিছু নেই। বর্ষার পুরো আমেজটাই পাবেন। কিন্তু আপনার গায়ে একফোটাও জল পড়বে না। অনেকটা 'পদ্মপাতায় জল' এমন কনসেপ্ট। বর্ষার পুরো আমেজ পাবেন জগৎ মুখার্জি পার্কের দুর্গা প্রতিমা দেখতে গেলে। 

শিল্পি সুবল পালের নিখুঁত তুলির টানে সেজে উঠবেন জগৎ মুখার্জি পার্কের দেবীদুর্গা। বর্ষার সাজে ইতিমধ্যেই সাজতে শুরু করেছে পুজো মণ্ডপ। সুবল পাল জানিয়েছেন, 'বাংলার ৬টি ঋতুর মধ্যে একটি বর্ষা ঋতু নিয়ে কাজ করছি। বর্ষাকাল মাটির সঙ্গে আকাশের মিলন ঘটায়। এই সময়টা সৃষ্টির সময়।'তিনি আরও বলেছেন সৃষ্টির কথা মাথায় রেখেই একদম অন্যধরনের পুজো উপহার দিতে চান তাঁরা। তিনি জানিয়েছেন, মণ্ডবে বৃষ্টি থাকবে। তবে চিন্তা নেই জল একদমই গায়ে পড়বে না। অন্যরকম ক্রিয়েশন থাকবে। বর্ষার পুজো আমেজটাই থাকবে মণ্ডবে। থাকবে কাগজের নৌকা, ব্যাঙের ছাতা রেইন কোর্ট। মেঘের ডাক যেমন শুনতে পাবেন, তেমনই মেঘও থাকবে মণ্ডপে। 

মধ্যম বাজেটের পুজো। পুরো দমে কাজ চলছে। চরম ব্যস্ততায় শিল্পি থেকে শুরু করে তাঁর সহযোগীরা। ক্লাব কর্তৃপক্ষও যথেষ্ট ব্যস্ত রয়েছেন। চাকরি ব্যবসা সামলে পুজোর দিকেই মন দিয়েছেন তাঁরা। এখনও মণ্ডপ তৈরির অনেকটাই বাকি রয়েছে। কিন্তু এখনই ধরা পড়েছে পুজোর পুরো আমেজটাই। ইতিউতি ছড়ানো রয়েছে কাঠ-কার্ডবোর্ড। রয়েছে মণ্ডপ সজ্জার কাপড়। পেরেক ঠোকার আওয়াজ। আর রয়েছে ফেবিকল, রঙের গন্ধ। 

৮৩তম গৌরবময় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হরি ঘোষ স্ট্রিট সার্বজনীন

দূর্গাপুজোর আগে গ্লোয়িং ত্বক পেতে ঘুম থেকে উঠে করুন এই কাজ, ঘরোয়া অব্যর্থ টোটকায় জেল্লা ফিরবে

আলু সেদ্ধ নিয়মিত পাতে রাখতেই পারেন, এতে কমবে ওজন- বাড়বে হজমশক্তি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা