Durga Puja- মহালয়ার দিন ভিড় উপচে পড়ল নস্টালজিক বাগবাজার ঘাটে

কলকাতার সবচেয়ে পুরনো বারোয়ারি পুজোগুলির কলাবউ স্নান করানো হয় এই বাগবাজার ঘাটে। এই ঘাটকে পুরনো দিনের লোকেরা এখনও 'রাজবল্লভ ঘাট' বলে।

অনিরুদ্ধ সরকার: বাগবাজার ঘাট (Bagbazar Ghat) মানেই বাঙালির (Bengali) এক নস্টালজিয়া কাজ করে। বাগবাজার মানে বাঙালির এক চিরন্তন আবেগ। বারো মাসই এই ঘাটে ভিড় থাকে। মহালয়া (Mahalaya) বলে তো উপচে পড়ল ভিড়। বুক জলে নেমে ডুব দিলেন অনেকেই। কেউ বা বুঝে কেউ বা না বুঝে। কেউবা নিয়ম মানলেন, কেউবা ভাঙলেন। 

Latest Videos

কলকাতার (Kolkata) সবচেয়ে পুরনো বারোয়ারি পুজোগুলির কলাবউ স্নান করানো হয় এই বাগবাজার ঘাটে। এই ঘাটকে পুরনো দিনের লোকেরা এখনও 'রাজবল্লভ ঘাট' বলে। 

আরও পড়ুন-শিকেয় কোভিড বিধি, মহালয়ায় মা দুর্গার চক্ষুদান দেখতে ভিড় উপচে পড়ল কুমোরটুলিতে

আরও পড়ুন, Mahalaya: আজ মহালয়া, ভোর রাত থেকেই শুরু তর্পণ, কড়া নিরাপত্তা বাংলার ঘাটগুলিতে

রাজবল্লভ কে ছিল জানেন? সিরাজদ্দৌলার মন্ত্রী রায়দুর্লভের ছেলে। রায়দুর্লভ সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ইতিহাস বলছে লর্ড ক্লাইভ তাঁকে কলকাতায় নিয়ে আসেন। রায় দুর্লভের ছেলে রাজবল্লভ কিন্তু ছিলেন পিতার বিপরীত চরিত্রের। 

আরও পড়ুন, Durga Puja 2021: 'শুভ মহালয়া', 'মা দুর্গাকে প্রণাম' জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা মোদী-মমতার

নিজগুণে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন খুব সময়ের মধ্যেই। জনহিতকর বিভিন্ন কাজকর্ম করেন। জনসাধারণের জন্যে নির্মাণ করান এই বাগবাজার ঘাট। একদা মা সারদার পদচিহ্ন পড়েছিল এই বাগবাজার এলাকায়। তাঁর নামেই বাগবাজার ঘাটের পাশের ঘাটের নামকরণ করা হয়েছে। সেই ঘাটের নাম হয় ‘মায়ের ঘাট’। 

এখন মায়ের বাড়িতে যে দুর্গাপুজো হয়, তার নবপত্রিকাও এই ঘাটে স্নান করানো হয়। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)