পোস্টাল ব্যালট কী বলছে! এখনও পর্যন্ত কে কোথায় এগিয়ে

swaralipi dasgupta |  
Published : May 23, 2019, 09:33 AM ISTUpdated : May 23, 2019, 09:59 AM IST
পোস্টাল ব্যালট কী বলছে! এখনও পর্যন্ত কে কোথায় এগিয়ে

সংক্ষিপ্ত

শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ। দেখে নেওয়া, এই মুহূর্তে পোস্টাল ব্যালট অনুযায়ী, কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে-

শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ। দেখে নেওয়া, এই মুহূর্তে পোস্টাল ব্যালট অনুযায়ী, কে কোথায় এগিয়ে, কে পিছিয়ে- 

পশ্চিম দিল্লি- বিজেপি এই মুহূর্তে ৪০০০ ভোটে এগিয়ে । 

সেন্ট্রাল চেন্নাই- ডিএমকে প্রার্থী দয়ানিধি মারন এগিয়ে এই কেন্দ্রে। 

কর্ণাটকের বিজয়পুরা- বিজেপি প্রার্থী জিয়াগঞ্জি ৮০০০ ভোটে এগিয়ে। 

মালদহ উত্তর (পশ্চিমবঙ্গ)- এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। 

কেরলের ওয়ানা- ১০,৯১০ ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। 

কর্ণাটকের চিক্কামাগলরু- এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শোভা করন্দলাজে। 

আমেঠি- এই গুরুত্বপূর্ণ স্থানে রাহুল গান্ধীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। 

ভোপালে কংগ্রেসের দিগ্বীজয় সিংকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। 

দক্ষিণ বেঙ্গালুরুতে এগিয়ে বিজেপির তেজস্বী সূর্য। 

উত্তর-পশ্চিম ও পূর্ব দিল্লি থেকে এগিয়ে যথাক্রমে বিজেপির হংস রাজ ও গৌতম গম্ভীর। 

বিহারের বেগুসরাই- বাম প্রার্থী কানহাইয়া কুমারকে পিছিয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং। 

হিমাচল হমিপুরে এগিয়ে বিজেপির অনুরাগ ঠাকুর। 

তামিলনাড়ুর ২৯ টি কেন্দ্রে ডিএমকে এগিয়ে। 

PREV
click me!

Recommended Stories

পদ নিয়ে লড়াই, দলীয় অফিসেই হাতাহাতি! অভিষেকের সভার আগেই উত্তপ্ত চন্দ্রকোনা! | TMC News | Chandrakona
TMC : পদ নিয়ে লড়াই, দলীয় অফিসেই হাতাহাতি! অভিষেকের সভার আগেই উত্তপ্ত চন্দ্রকোনা!