নরেন্দ্র মোদীর সরকারে কারা স্থান পাচ্ছেন। এই নিয়ে গত কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছিল। বহু নাম নিয়ে কাঁটাছেড়া হয়েছে। কিন্তু, গুটি কতক নাম ছাড়া কিছুই নিশ্চিত হয়নি। এই পরিস্থিতিতে সুষমা স্বরাজ ও অরুণ জেটলি নতুন করে মন্ত্রীত্ব নিতে অস্বীকার করায় জল্পনাটা আরও বেড়ে গিয়েছিল। এই জল্পনায় অবশ্য একটা নাম নিশ্চিত ছিল। আর সেই নামটি হল অমিত শাহ। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি। রাজ্যসভার সদস্য হলেও অমিত শাহ এবার ভোটে দাঁড়িয়েছিলেন। ভালোভাবেই তিনি জয় লাভ করেছেন। ফলে, মোদীর মন্ত্রিসভায় অমিত শাহর নাম ঘোষণাটা ছিল সময়ের অপেক্ষা।
আরও পড়ুন- বাংলার বুকে বিজেপি-র নবজাগরণ, তাও পূর্ণমন্ত্রী নয় প্রতিমন্ত্রী হলেন ২ জন
অমিত শাহ ছাড়াও মোদীর নেতৃত্বাধীন সরকারে স্থান পেয়েছেন নীতীন গড়কড়ি, রাজনাথ সিং, পীযূষ গয়ালরা। এছাড়াও স্থান পেয়েছেন আরও বেশ কয়েক জন। এর মধ্যে সবচেয়ে বড় চমক সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর। প্রাক্তন বিদেশ সচিব-কেও এদিন ঠাঁই দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীদের তালিকায়। সুষমা স্বরাজ স্বেচ্ছা অবসর নিয়ে নিয়েছেন। ফলে বিদেশ মন্ত্রকে সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর একটা শক্তিশালী নাম হতে পারেই বলে মনা করা হচ্ছে। একনজরে এদিন শপথ নেওয়া পুরো মন্ত্রীদের তালিকা।
ক্যাবিনেট মিনিস্টার-
নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গড়কড়ি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারামন, রামবিলাস পাসোওয়ান, নরেন্দ্র সিং টোমার, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কওর বাদল, তাহর চন্দ গেহলট, সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর, রমেশ পোখরিভাল নিশাঙ্ক, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানী, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ গণপত সওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখওয়াত।
রাষ্ট্রমন্ত্রী- স্বাধীন-দায়িত্বপ্রাপ্ত-
সন্তোষ কুমার গাঙ্গওয়ার, রাও ইন্দ্রজিৎ সিং, শ্রীপদ যেশো নায়েক, জীতেন্দ্র সিং, কীরণ রিজিজু, প্রহ্লাদ সিং প্যাটেল, রাজকুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ এল মাণ্ডভিয়া।
আরও পড়ুন- জয় শ্রীরাম ধ্বনি! ফের গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন মমতা
প্রতিমন্ত্রী-
ফগন সিং কুলাস্তে, অশ্বিনী কুমার চৌবে, অর্জুন রাম মেঘওয়াল, অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিং, কৃষাণ পাল, দানভে রাওসাহেব দাদারাও, জি কৃষাণ রেড্ডি, পরসত্তম রূপালা, রামদাস অটওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বলিয়ান, ধোত্রে সঞ্জয় শামরাও, অনুরাগ সিং ঠাকুর, অঙ্গারি সুরেশ ছানাবাসাপ্পা, নিত্যানন্দ রাই, রতনলাল কাটারিয়া, ভি মুরলিধরণ, রেণুকা সিং সারুতা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারাঙ্গি, কৈলাশ চৌধুরী, দেবশ্রী চৌধুরী।