আপ প্রার্থী 'গো মাংস খান', প্রচারপত্রে শালীনতা ছাড়ানোর অভিযোগ গম্ভীরের বিরুদ্ধে

arka deb |  
Published : May 09, 2019, 08:12 PM ISTUpdated : May 09, 2019, 09:10 PM IST
আপ প্রার্থী 'গো মাংস খান', প্রচারপত্রে শালীনতা ছাড়ানোর অভিযোগ গম্ভীরের  বিরুদ্ধে

সংক্ষিপ্ত

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে কতটা হিংস্র ও ভয়াবহ হয়ে উঠতে পারে, তা দেখিয়ে দিয়ে গেল ভারতবর্ষের ২০১৯ লোকসভা নির্বাচন। গোটা ঘটনার অভিযোগের তীর বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের দিকে।

বাড়ি বাড়ি সকালবেলা যাবে সংবাদপত্র। তার ভিতরেই গোজা লিফলেট। সেই লিফলেটে লেখা দিল্লির  আপ প্রার্থী "অতিশী মারলেন গরুর মাংস খাওয়া বেশ্যা।" রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে কতটা হিংস্র ও ভয়াবহ হয়ে উঠতে পারে, তা দেখিয়ে দিয়ে গেল ভারতবর্ষের ২০১৯ লোকসভা নির্বাচন। গোটা ঘটনার অভিযোগের তীর বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের দিকে।
 
সাংবাদিক সম্মেলন করে অতিশী মারেলন এদিন বিজেপিকে কাঠগোড়ায় তোলেন গোটা ঘটনার জন্যে। সম্মেলনের মধ্যেঅ তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অতশীর দাবি ওই প্রচারপত্রে অতিশীর বাবা মায়ের বিরুদ্ধেও কুরুচিকর কথাবার্তা বলা হয়েছে।পূর্ব দিল্লি কেন্দ্রে নানা জায়গায় ছড়িয়ে পড়েছে কাগজটি।

বিজেপি প্রার্থী, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি অতিশী ও অরবিন্দ কেজরিবালের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। গম্ভীরের দাবি, "প্রমাণ দুতে পারলে আমি প্রার্থীপদ তুলে নেব, কিন্তু প্রমাণ দিতে না পারলে কেজরিবাল কি রাজনীতি ছাড়বেন?"

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR করেও রেহাই নেই! একই বুথের ৭ ভারতীয় ‘নিখোঁজ’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ
২০ই ডিসেম্বর নদিয়ায় মোদীর জনসভা, সভাস্থল ঘুরে দেখলেন শমীক ভট্টাচার্য