বলিউড তারকা থেকে গায়ক-গায়িকা, মোদীর জয়ে শুভেচ্ছা জানালেন সকলেই

Published : May 23, 2019, 08:09 PM IST
বলিউড  তারকা থেকে গায়ক-গায়িকা, মোদীর জয়ে শুভেচ্ছা জানালেন সকলেই

সংক্ষিপ্ত

বলিউড তারকাদের শুভেচ্ছা ২০১৪-র জয়কে ছাপিয়ে গেল মোদী সরকার

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফলেরা চিত্রটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। মোদী জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে থাকেন সমাজের নানান স্তরের ব্যাক্তিরা। অভিনেতা থেকে গায়িক-গায়িকা সকলেই শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

দেশের জনগণ তাদের রায় জানিয়েছেন। নজির গড়া জয় মোদী সরকারের। পনেরো রাউন্ড গণনা হওয়ার পরই ফলাফলের রূপ রেখা খানিক স্পস্ট  হতে শুরু করেছিল সকলের সামনে। সেই দিকেই নজর রেখে  সোশ্যাল মিডিয়ার পেজ পোস্ট-এ ভরতে থাকে।  ভোট প্রচার  থেকে শুরু করে প্রতি দফার  ভোটগ্রহণ পর্বে, বিভিন্ন সময় নানান মন্তব্যে নিজেদের মতামত শেয়ার করেছেন তারকা। এবার অবশেষে মিলল ফলাফল। প্রত্যেকেই নিজের মতন করে মতামত প্রকাশ করলেন সোশ্যাল পেজে।

বিপুল পরিমান সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় মোদী সরকারের। দেশ জুড়ে পুনরায় একবার কাজ করল মোদী ম্যাজিক।  সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রতিক্রিয়া একবার দেখে নেওয়াঃ

 

PREV
click me!

Recommended Stories

'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু
'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু | Suvendu on Abhishek