নিমন্ত্রণই পেলেন না ইমরান, মন্ত্রীসভা গঠনের আগেই পরিষ্কার ভারত-পাক দূরত্ব

  • ২০১৪ সালে জনতার মসনদে আরোহন করার সময় নরেন্দ্র মোদীর সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রগুলিকে।
  • এমনকি আমন্ত্রিত ছিলেন তৎকালীন পাক রাষ্ট্রপ্রধান নাওয়াজ শরিফ।
arka deb | Published : May 28, 2019 5:53 AM IST

জনতার আশিস মাথায় নিয়ে ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন নরেন্দ্র মোদী।  আর একবার দেশে গঠিত হতে চলেছে মোদী সরকার। মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গিয়েছে দেখা করেছেন লালকৃষ্ণ আদবানির সঙ্গেও। বারাণসীর মাটির সুরে এবার দিল্লিতে শপথ গ্রহণের পালা। আগামী ৩০ মে গঠিত হতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। 

প্রথম মেনেই মন্ত্রিসভা গঠনের দিন নিমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী রাষ্ট্র দেশগুলিকে। আমন্ত্রিত হয়েছে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কাজাকাস্তান-এর মতো  দেশগুলির প্রধানমন্ত্রীদের।  কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সপ্তদশ লোকসভা গঠনের দিন আমন্ত্রিত নন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খান।  এই ঘটনা থেকেই প্রমাণিত প্রথম থেকেই পাকিস্তানকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত করতে চাইছে ভারত রাষ্ট্র। 

Latest Videos


২০১৪ সালে জনতার মসনদে আরোহন করার সময় নরেন্দ্র মোদীর সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রগুলিকে। এমনকি আমন্ত্রিত ছিলেন পাক তৎকালীন রাষ্ট্রপ্রধান নাওয়াজ শরিফ।

কিন্তু তারপর দুই রাষ্ট্রের মধ্যে  সম্পর্কের নাটকীয় পালাবদল হয়েছে। পুলওয়ামা কাণ্ড সম্পর্কের কফিনে শেষ পেরেক পুঁতেছে। এদিন সরকারি সিদ্ধান্ত পরিষ্কার বুঝিয়ে দিল পাকিস্তানকে কোনও ভাবেই কাছে ঘেঁষতে দিতে চায়না ভারত সরকার।

প্রসঙ্গত মোদীর জয়ের পূর্বাভাস আগে থেকেই দিয়েছিলেন ইমরান। ২৩ মে -এর পরে কথাও হয় দু' তরফে। কিন্তু তাতে যে এতটুকুও  জল গলেনি, তা বোঝা গেল এই সিদ্ধান্তেই।
 

Share this article
click me!

Latest Videos

ভারত কীভাবে অলিম্পিক সোনা হারিয়েছে? Rajesh Kalra-র সঙ্গে সাক্ষাৎকারে Sebastian Coe জানালেন সেই কথা
‘হিন্দুরা মরুক মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না!’ Mamata-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর
‘১৯৭১ সাল থেকেই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে Bangladesh-এ’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
'Bangladesh-কে Pakistan করে দিন!' বিস্ফোরক Suvendu!! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
ভারত কী ২০৩৬-এ অলিম্পিকের আয়োজন করবে? Rajesh Kalra-র সঙ্গে সাক্ষাৎকারে কী বললেন Sebastian Coe