বাংলায় ষোলটি প্রচারসভা করেছিলেন মোদী, পেলেন কয়টি আসন - দেখে নিন স্ট্রাইক রেট

  • পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ২০১৯-এ অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি
  • এই রাজ্যে প্রচারে বারেবারে ছুটে এসেছেন মোদী-শাহ
  • নরেন্দ্র মোদীর যেখানে যেখানে প্রচার করেছিলেন সেখানে কেমন ফল করল বিজেপি

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ২০১৯-এ অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রায় সমানে সমানে টক্কর দিয়েছে নরেন্দ্র মোদীর দল। এইবার নির্বাচনে প্রচার পর্বে বাংলার উপর দারুণ জোর দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সর্বভারতীয় সভাপতি অমিত সাহ, বারেবারে বাংলায় ছুটে এসেছেন সভা করতে, রোড শো করতে।

তবে মোদীই যে এইবার বিজেপির প্রচারের প্রধান মুখ ছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। একটি-দুটি নয়, ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ পশ্চিমবঙ্গে মোট ১৬টি প্রচার-সভা করেছিলেন। দেখে নেওয়া যাক সেই প্রচারে কতটা সাফল্য পেলেন তিনি। কোন কোন কেন্দ্রে তাঁর প্রচারে জয়ী হল দলীয় প্রার্থী।

Latest Videos

দার্জিলিং - জয়ী

কোচবিহার - জয়ী

বালুরঘাট - জয়ী

আসানসোল - জয়ী

বোলপুর - পরাজিত

রানাঘাট - জয়ী

শ্রীরামপুর - পরাজিত

ব্যারাকপুর - জয়ী

তমলুক - পরাজিত

ঝাড়গ্রাম - জয়ী

বাঁকুড়া - জয়ী

পুরুলিয়া - জয়ী

বসিরহাট - পরাজিত

ডায়মন্ড হারবার - পরাজিত

মথুরাপুর - পরাজিত

দমদম - পরাজিত

দেখা যাচ্ছে ১৬টি সভা করে ৯ টি কেন্দ্রে দলকে জয় এনে দিতে পেরেছেন বিজেপির প্রধান কান্ডারি। সামনে বিশ্বকাপ, তার আগে ক্রিকেটিয় পরিভাষায় বলা যায় পশ্চিমবঙ্গে এই সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর স্ট্রাইক রেট ছিল ৫৬.২৫ শতাংশ। তবে এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ৭টি আসনে মোদীর সভা সত্ত্বেও পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী, সেইসব আসনেও কিন্তু বিজেপি ্বিতীয় স্থানে ছিল।

 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today