২৯ মে শপথ নিতে পারেন মোদী, বারাণসী ছুঁয়ে যাবেন মসনদে

arka deb |  
Published : May 23, 2019, 06:35 PM IST
২৯ মে শপথ নিতে পারেন মোদী, বারাণসী ছুঁয়ে যাবেন মসনদে

সংক্ষিপ্ত

বেলা গড়াতেই বোঝা গিয়েছিল জনাদেশ কোন দিকে । সপ্তদশ লোকসভা নির্বাচনে ফের একবার দেশে গঠিত হতে চলেছে বিজেপি সরকার। 

বেলা গড়াতেই বোঝা গিয়েছিল জনাদেশ কোন দিকে । সপ্তদশ লোকসভা নির্বাচনে ফের একবার দেশে গঠিত হতে চলেছে বিজেপি সরকার। 

এ দিন ফল মোটামুটি নিশ্চিত হতেই টুইট করেন নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'সবকা সাথ + সবকা বিকাশ + সবকা বিশ্বাস = বিজয়ী ভারত। একসঙ্গে আমরা বেড়ে উঠব। একসঙ্গে উন্নতি করব। একসঙ্গে আমরা দৃঢ় ভারত গড়ে তুলব। ভারত ফের জিতল। #বিজয়ভারত।' প্রসঙ্গত দুই লক্ষের বেশি ভোটে এখনই এগিয়ে রয়েছেন মোদী। 

টুইট করেছেন অমিত শাহও। তাঁর টুইটে হুল ছিল বিরোধীদের বিরুদ্ধে। তিনি  লেখেন ব্যক্তিগত কুৎসরা বিরুদ্ধে জনাদেশ দিয়েছে সপ্তদশ লোকসভা কেন্দ্র।

এদিন ফল ঘোষণার পর থেকেই দেশ বিদেশ থেকে শুভেচ্ছো বার্তা আসতে থাকা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে।  শুভেচ্ছা জানান খোদ প্রধানমন্ত্রীর মা-ও।

সূত্রের খবর তারিখ নিজের কেন্দ্রে যাবেন নরেন্দ্র মোদী।সব ঠিক থাকলে হয়তো এ মাসের ২৯ তারিখ শপথ গ্রহণ করবেন  নরেন্দ্র মোদী। এর আগে তিনি নিজের কেন্দ্র বারাণসীতে যাবেন ২৮ তারিখ।

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন