জয়ের মাঝেই মোদীর টুইট! শক্তিশালী ভারত গড়োর স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

swaralipi dasgupta |  
Published : May 23, 2019, 03:31 PM IST
জয়ের মাঝেই মোদীর টুইট! শক্তিশালী ভারত গড়োর স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত

বিপুল ভোটে জয়ী হচ্ছে গেরুয়া শিবির। দ্বিতীয় বার সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী। অবকি বার ৩০০ পার, এই স্লোগানও সার্থক হল।   

বিপুল ভোটে জয়ী হচ্ছে গেরুয়া শিবির। দ্বিতীয় বার সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী। অবকি বার ৩০০ পার, এই স্লোগানও সার্থক হল। 

জয়ের মাঝেই টুইট করলেন মোদী। লিখলেন, "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। বিজপি ভারত। একসঙ্গে আমরা এগোবো। একসঙ্গে আমরা সমৃদ্ধ হব। একসঙ্গে আমরা আরও শক্তিশালী ভারত গড়তে চাই। ভারত আবারও জয়ী হল।" 

 

সারা দেশে এভাবে গেরুয়া ঝড় বয়ে যাবে বিরোধীরা আশা করেনি। বাংলাতেও তৃণমূল-কংগ্রেস দাবি করেছিল, তারা ৪২-এ-৪২ টাই জিতবে। কিন্তু সেকথাও যে ধোপে টিকল না, তা স্পষ্ট। বাংলায় রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছে বিজেপি। ফলে অখিলেশ যাদব, মমতা, চন্দ্রবাবুরা যে জোট বেঁধে লড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন যে এবার পূরণ হবে না, তা পরিষ্কার। কারণ এরা নিজেদের রাজ্যেই বিজেপির কাছে বেশ খানিকটা ধরাশায়ী হয়েছে। 

কিছুদিন আগেই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে কংগ্রেস। তাই আশা ছিল এই রাজ্যগুলিতে কিছু করতে পারবে না বিজেপি। কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল বিজেপি।
 

PREV
click me!

Recommended Stories

বড়দিনের আগে বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা নয়, ফের বাড়ল পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
নদীয়ার মাটিতে পা রাখার আগে বাংলায় আবেগঘন বার্তা মোদীর | PM Modi Taherpur | BJP Rally | Nadia News