মোদী মন্ত্রিসভায় অনেক চমক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, থাকতে পারেন গৌতম গম্ভীরও

  • মন্ত্রিসভায় আসতে পারেন অমিত শাহ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তিনি
  • থাকতে পারে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামও
     

আগামী ৩০ মে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় কারা জায়গা পাবে, তা নিয়েই এখন জোর জল্পনা। সূত্রের খবর, মোদী মন্ত্রিসভার সবথেকে বড় চমক হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের নাম। দিল্লিতে এখন প্রবল জল্পনা, বাংলার মতো রাজ্যে এনআরসি চালু করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব অমিতকেই দিতে চাইছেন মোদী। প্রসঙ্গত এবারই প্রথমবার গাঁধীনগর থেকে জিতে লোকসভার সংসদ হয়েছেন অমিত শাহ। সেক্ষেত্রে বিজেপি-র সভাপতি পদে দায়িত্ব নিতে পারেন রাজস্থানের নেতা এবং দলের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো ভূপেন্দ্র যাদব। 
সূত্রের খবর অনুযায়ী, মোদীর নতুন মন্ত্রিসভায় অবশ্য আরও কয়েকটি চমক থাকছে। যেমন রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের জায়গায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে পারেন প্রথমবার নির্বাচিত সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। অসুস্থ অরুণ জেটলির জায়গায় অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে পারেন জয়ন্ত সিনহা। প্রতিরক্ষা মন্ত্রী হতে পারেন রাজীবপ্রতাপ রুডি। কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংহকে। শারীরিক কারণে সুষমা স্বরাজ অব্যাহতি চাওয়ায় তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হতে পারেন স্মৃতি ইরানি। বরুণ গাঁধী, অনুরাগ ঠাকুরের মতো নতুন মুখরাও থাকতে পারেন মন্ত্রিসভায়।
একনজরে দেখে নেওয়া যাক মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে আসতে চলেছেন-

নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার শপথ নিলেও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন তা এখনও স্পষ্ট নয়। তাই যতক্ষণ না শপথ গ্রহণ পর্ব মিটছে, মন্ত্রীদের দফতর বন্টন নিয়ে জল্পনা থাকছেই।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি