মোদী মন্ত্রিসভায় অনেক চমক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, থাকতে পারেন গৌতম গম্ভীরও

Published : May 27, 2019, 06:14 PM IST
মোদী মন্ত্রিসভায় অনেক চমক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, থাকতে পারেন গৌতম গম্ভীরও

সংক্ষিপ্ত

মন্ত্রিসভায় আসতে পারেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তিনি থাকতে পারে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামও  

আগামী ৩০ মে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় কারা জায়গা পাবে, তা নিয়েই এখন জোর জল্পনা। সূত্রের খবর, মোদী মন্ত্রিসভার সবথেকে বড় চমক হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের নাম। দিল্লিতে এখন প্রবল জল্পনা, বাংলার মতো রাজ্যে এনআরসি চালু করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব অমিতকেই দিতে চাইছেন মোদী। প্রসঙ্গত এবারই প্রথমবার গাঁধীনগর থেকে জিতে লোকসভার সংসদ হয়েছেন অমিত শাহ। সেক্ষেত্রে বিজেপি-র সভাপতি পদে দায়িত্ব নিতে পারেন রাজস্থানের নেতা এবং দলের বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানো ভূপেন্দ্র যাদব। 
সূত্রের খবর অনুযায়ী, মোদীর নতুন মন্ত্রিসভায় অবশ্য আরও কয়েকটি চমক থাকছে। যেমন রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের জায়গায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে পারেন প্রথমবার নির্বাচিত সাংসদ প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। অসুস্থ অরুণ জেটলির জায়গায় অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে পারেন জয়ন্ত সিনহা। প্রতিরক্ষা মন্ত্রী হতে পারেন রাজীবপ্রতাপ রুডি। কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংহকে। শারীরিক কারণে সুষমা স্বরাজ অব্যাহতি চাওয়ায় তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হতে পারেন স্মৃতি ইরানি। বরুণ গাঁধী, অনুরাগ ঠাকুরের মতো নতুন মুখরাও থাকতে পারেন মন্ত্রিসভায়।
একনজরে দেখে নেওয়া যাক মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে আসতে চলেছেন-

  • স্বরাষ্ট্র মন্ত্রী- অমিত শাহ
  • বিদেশ মন্ত্রী- স্মৃতি ইরানি
  • প্রতিরক্ষা মন্ত্রী- রাজীবপ্রতাপ রুডি
  • অর্থ মন্ত্রী- জয়ন্ত সিনহা
  • কৃষি মন্ত্রী- রাজনাথ সিংহ
  • রেল মন্ত্রী- পীযূষ গয়াল
  • ক্রীড়া মন্ত্রী- গৌতম গম্ভীর
  • মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী- নির্মলা সীতারমন
  • পরিবহণ মন্ত্রী- নীতিন গড়কড়ি
  • বাণিজ্য মন্ত্রী- বরুণ গাঁধী
  • শিল্প মন্ত্রী- অরবিন্দ সাওয়ান্ত (শিবসেনা)
  • সংসদ বিষয়ক মন্ত্রী- শাহনওয়াজ হুসেন
  • সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী- মুখতার আব্বাস নকভি
  • অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী- পবন বর্মা (জেডিইউ)
  • তথ্যসম্প্রচার মন্ত্রী- বাবুল সুপ্রিয়
  • পেট্রলিয়াম মন্ত্রী- কিরণ রিজিজু
  • শক্তি  দফতরের মন্ত্রী- অরবিন্দ
  • পরিবারকল্যাণ মন্ত্রীক- অনন্তকুমার হেগড়ে
  • গ্রামোন্নয়ন মন্ত্রী- শিবরাজ সিংহ চৌহান
  • নারী ক্ষমতায়ণ মন্ত্রী- মীনাক্ষী লেখি
  • নগরোন্নয়ন মন্ত্রী- গোপাল শেট্টি
  • আইন মন্ত্রী- রবিশঙ্কর প্রসাদ
  • খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী- চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্ট)
  • আইন মন্ত্রী- রবিশঙ্কর প্রসাদ
  • পর্যটন মন্ত্রী- অনুরাগ ঠাকুর
  • মেক ইন ইন্ডিয়া দফতরের মন্ত্রী- ধর্মেন্দ্র প্রধান
  • স্বাস্থ্য- জে পি নাড্ডা
  • কয়লা এবং খনি মন্ত্রী- গিরিরাজ সিংহ
  • স্কিল ইন্ডিয়া দফতরের মন্ত্রী- রাজ্যবর্ধন সিংহ রাঠৌর
  • পরিবেশ মন্ত্রী- সদানন্দ গৌড়া
  • বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী- হরিপ্রিয়া সুরেশ
  • শ্রমমন্ত্রী- অনুপ্রিয়া পটেল (অকালি দল)
  • পঞ্চায়েত মন্ত্রী- দুশ্যন্ত সিংহ
  • বস্ত্র মন্ত্রী- সরোজ পাণ্ডে
  • ক্রেতা সুরক্ষা মন্ত্রী- হরকিরত কৌর বাদল
  • নমামি গঙ্গে প্রকল্পের মন্ত্রী- রীতা বহুগুনা যোশী
  • রাসায়ণিক মন্ত্রী- হর্ষবর্ধন
  • কর্মসংস্থান মন্ত্রী- রাম মাধব

নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার শপথ নিলেও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন তা এখনও স্পষ্ট নয়। তাই যতক্ষণ না শপথ গ্রহণ পর্ব মিটছে, মন্ত্রীদের দফতর বন্টন নিয়ে জল্পনা থাকছেই।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: উৎসবের মেজাজে বঙ্গ, নেতাজির জন্মদিনের সঙ্গে পালন সরস্বতী পুজো
নিজের লেখা ও সুর দেওয়া গানে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, কণ্ঠে অদিতি মুন্সী