মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরত, গোয়ালতোড়ে শোরগোল

arka deb |  
Published : May 08, 2019, 02:55 PM IST
মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরত, গোয়ালতোড়ে শোরগোল

সংক্ষিপ্ত

এদিন গোয়ালতোড়ের জোগারডাঙ্গা হাইস্কুলের মাঠে তৃণমূলের সভা চলছিল। সেখানকার প্র্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নুসরত। 

ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন।  শেষরক্ষা হল না। মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুরসত জাহান। বহু মানুষ এক সঙ্গে মঞ্চে উঠে পড়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। 

এদিন গোয়ালতোড়ের জোগারডাঙ্গা হাইস্কুলের মাঠে তৃণমূলের সভা চলছিল। সেখানকার প্র্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নুসরত। প্রত্যক্ষদর্শীদের মতে নুসরতকে মঞ্চে উঠতে দেখেই মঞ্চে ভীড় বাড়াতে থাকে স্থানীয় ত়ৃণমূলের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

মঞ্চের উচ্চতা কম হওয়ায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। সুস্থ আছেন অভিনেত্রীও।

এর আগেও সভামঞ্চে উঠে নানারকম বিপত্তির মুখে পড়েছেন রাজনীতিতে নয়া মুখ এই বিখ্যাত অভিনেত্রী।কখনও গুলিয়ে ফেলেছেন আসন সংখআ, কখনও  কন্যাশ্রীর অ্যাম্বাসাডার তিনি এই মর্মে ভোট চেয়েছেন তিনি। তবে তার এত বড় বিপত্তি অতি বড় নিন্দুকও চায়নি। 

PREV
click me!

Recommended Stories

'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা', হুঁশিয়ারি হুমায়ুনের
বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের | Mohan Bhagwat | Babri Masjid