মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুসরত, গোয়ালতোড়ে শোরগোল

  • এদিন গোয়ালতোড়ের জোগারডাঙ্গা হাইস্কুলের মাঠে তৃণমূলের সভা চলছিল।
  • সেখানকার প্র্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নুসরত। 
arka deb | undefined | Published : May 8, 2019 2:55 PM

ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে সভা করতে গিয়েছিলেন।  শেষরক্ষা হল না। মঞ্চ ভেঙে পড়ে গেলেন নুরসত জাহান। বহু মানুষ এক সঙ্গে মঞ্চে উঠে পড়াতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। 

এদিন গোয়ালতোড়ের জোগারডাঙ্গা হাইস্কুলের মাঠে তৃণমূলের সভা চলছিল। সেখানকার প্র্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন নুসরত। প্রত্যক্ষদর্শীদের মতে নুসরতকে মঞ্চে উঠতে দেখেই মঞ্চে ভীড় বাড়াতে থাকে স্থানীয় ত়ৃণমূলের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Latest Videos

মঞ্চের উচ্চতা কম হওয়ায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। সুস্থ আছেন অভিনেত্রীও।

এর আগেও সভামঞ্চে উঠে নানারকম বিপত্তির মুখে পড়েছেন রাজনীতিতে নয়া মুখ এই বিখ্যাত অভিনেত্রী।কখনও গুলিয়ে ফেলেছেন আসন সংখআ, কখনও  কন্যাশ্রীর অ্যাম্বাসাডার তিনি এই মর্মে ভোট চেয়েছেন তিনি। তবে তার এত বড় বিপত্তি অতি বড় নিন্দুকও চায়নি। 

Share this article
click me!

Latest Videos

'পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢোকার ব্যবস্থা করছে কারা?' লোকসভায় ফাঁস করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai