লোকসভা নির্বাচনের ফলাফলের অপেক্ষায় সারা দেশ। আর মাত্র একদিন পরেই জানা যাবে কোন দলের ভাগ্যে কটি আসন আর ক্ষমতায় কে আসছেন। কিন্তু ঠিক তার আগেই ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে ২১ টি বিরোধী দল।
এই ২১টি বিরোধী দলের নেতৃত্বে রয়েছেন সীতারাম ইয়েচুরি। এই রাজনৈতির দলগুলি আবেদন করেছে যাতে বেশি করে ভিভিপ্যাটের ব্যবহার করা যায়।
২১টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডু। তিনি জানিয়েছেন, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখতে হবে। সামান্য ভুল থাকলেও তা খতিয়ে দেখতে হবে।
চেন্নাইয়ের একটি সংস্থা ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন করেছে। সুপ্রিম কোর্টে এই মর্মে একটি আবেদন জমা পড়ে। কিন্তু ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী এই আবেদনকে 'হাস্যকর' বলে দাবি করেছে সবোর্চ্চ আদালত।
আদালত জানিয়েছে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। ইভিএম-এর সঙ্গে ৫ শতাংশ করে ভিভিপ্য়াট মিলিয়ে দেখা হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, এই সংক্রান্ত রায় দেওয়া হয়েছে। তাই নতুন করে আর শুনানির প্রয়োজন নেই। এভাবে এই মামলা বার বার দায়ের হলে গণতন্ত্রে প্রভাব পড়বে। এই আবেদন হাস্যকর।
এই বিষয়ে একটি বৈঠক করতে পারে বিরোধী রাজানৈতিক দলগুলি। প্রসঙ্গত, এই প্রথম লোকসভা নির্বাচনে ভিভিপ্য়াট ব্য়বহৃত হয়েছে।