ভোটগণনার চূড়ান্ত ফল মিলতে বাকি আরও কিছুক্ষণ। কিন্তু গণনার প্রতিটি দফায় পাওয়া খবরে বোঝাই যাচ্ছে ফের দেশে বইতে চলেছে মোদি ঝড়। এই আবহে সবুর করতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বিদেশে বসে ফল বেরোনোর আগেই টুইটারে ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দিলেন সুষমা স্বরাজ।
বললেন, "দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই আগাম শুভেচ্ছা এই জয় ভারতীয় জনতা পার্টির জয়।"
প্রায় হারতে বসা জায়গাগুলিতেও অভাবনীয় ভালো ফল করছে বিজেপি। এমনকী ডিসেম্বরে বিধানসভায় যে আসনগুলিতে পরাজয় হয়েছিল সেই আসনগুলোতেও ফের ঘুরে দাঁড়াচ্ছে গেরুয়াবাহিনী।
অভাবনীয় ভাবে ভাল ফলের মুখোমুখি তারা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ের মত রাজ্যে। যেখানে ডিসেম্বরেই বিধানসভা ভোটে পেশিশক্তি দেখিয়েছিল কংগ্রেস। এমনকি কুমারস্বামীর জনতা দল ও কংগ্রেসের জোটের অবস্থাও টলমল কর্ণাটকে।
প্রসঙ্গত ৫৪২ লোক সভা কেন্দ্রের ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্যে এককভাবে অছবে জোটে ২৭২ টি আসন দরকারষ বিজেপি শিবিরে প্রত্যাশা, হেসে খেলে হয়ে যাবে এই আসন লাভ।
কিন্তু কোন পথে আসছে জয়, মেক ইন ইন্ডিয়া না স্বচ্ছ ভারত? অনেকে বলছেন, বালাকোট ডিভিডেন্ট।