সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ পর্ব শুরু হল। একই সঙ্গে এদিন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হচ্ছে। তার মধ্যে রয়েছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রটি। ভোটের শুরুতেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্রর অভিযোগ নির্বাচন কমিশন বিজেপি সন্ত্রাসে মদত দিচ্ছে।
কোনও রকম অশান্তি এড়িয়ে নির্বিঘ্নে ভোট গ্রহণ চালানোর জন্যে পশ্চিমবঙ্গে তিন জেলায়, নয়টি কেন্দ্রে জন্য ৭১০ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এদিন ভোটগ্রহণ শুরুর সাথে সাথেই উত্তপ্ত হয়ে ওঠে বেলগাছিয়া মিল্ক কলোনি। অভিযোগ সিপিএমের এজেন্টকে বুঝতে দেওয়া হয়নি। মারধর করে বুথ থেকে বের করে দেওয়া। অন্যদিকে নিউটাউনের বিজেপি ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় গতকাল রাত্রে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নস্যাত করে দেওয়া হয়েছে।
এদিন ভোটগ্রহণ শুরু হতেই ডায়মন্ড হারবারের গোবিন্দপুর গ্রামের ৪৫ নং বুথে এজেন্ট বসানো নিয়ে উত্তেজনা ছড়ায়। বেহালার এলিজাবেথ স্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ভাঙ্গড়ের একটি বুথেও সিপিএম-এর এজেন্ট দেওয়া নিয়ে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে।
রাজ্যে শেষ তথা অন্যতম স্পর্শকাতর দফার ভোটগ্রহণের প্রথম ঘণ্টাটি পার হল মোটামুটি নির্বিঘ্নেই।