শেষ দফায় সদয় প্রকৃতি, ধেয়ে আসবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

  •  আবহাওয়া দফতর বলেই দিয়েছিল ১৫ মে এর পর থেকে ফের রুদ্রমূর্তি নেবে প্রকৃতি।
  • রাজ্য জুড়ে শুরু হবে তাপপ্রবাহ।
arka deb | Published : May 18, 2019 5:20 AM IST

গোটা দেশ জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ভোট সপ্তমী বলে কথা। রাজনৈতিক দলগুলি তো রয়েছেই, ভোটের উত্তাপ গিয়ে পড়ছে সরাসরি সাধারণ মানুষের গায়ে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের ভয় । কেননা আবহাওয়া দফতর বলেই দিয়েছিল ১৫ মে এর পর থেকে ফের রুদ্রমূর্তি নেবে প্রকৃতি। রাজ্য জুড়ে শুরু হবে তাপপ্রবাহ। 

তবে ভোটযজ্ঞ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ অন্য বার্তা দিল হাওয়া অফিস। আবহ দফতরের বক্তব্য সত্যি হলে নির্বিঘ্নে ভোট দিতে কোনও সমস্যা হবে না রাজ্যবাসীর।

Latest Videos

এদিন কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে ভোটে কলকাতা লাগোয়া অঞ্চলে তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সবচেয়ে বড় কথা, বিকেলের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কিন্তু কেন হঠাৎ সদয় হল প্রকৃতি। আবহবিদরা বলছেন ফনী চলে যাওয়ার ফলে বঙ্গোপসাগরে উচ্চচাপবলয় তৈরি হয়েছে সেখান থেকে জলীয় বাষ্প ঢুকে বাতাসকে আর্দ্র করে দিচ্ছে। এই আর্দ্রতা সারাদিন ঘাম ঝড়ালেও সন্ধেয় দুই চব্বিশ পরগণা-সহ গোটা গাঙ্গেয় উপত্যকায় বাসিন্দাদের স্বস্তি দিচ্ছে। সেই কারণেই ভোটের দিন চিন্তা অপেক্ষাকৃত কম।  

আবহবিদরা দেখাচ্ছেন ভোটের দিন এমন আহাওয়া সচরাচর আসে না। গত লোকসভা ভোটে ভোটের দিন তাপপ্রবাহ চলেছিল শহরে। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি, ৪১.৪ ডিগ্রি।

আবহদফতরের নির্দেশ মেনে এ বছর তাই অপেক্ষাকৃত কম গরমে ভোট দেওয়া যাবে।  তবে কাজটা সকাল সকাল সলেরে ফেলাই ভাল। 

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল