শেষ দফায় সদয় প্রকৃতি, ধেয়ে আসবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

  •  আবহাওয়া দফতর বলেই দিয়েছিল ১৫ মে এর পর থেকে ফের রুদ্রমূর্তি নেবে প্রকৃতি।
  • রাজ্য জুড়ে শুরু হবে তাপপ্রবাহ।
arka deb | undefined | Published : May 18, 2019 10:50 AM

গোটা দেশ জুড়ে চড়ছে উত্তেজনার পারদ। ভোট সপ্তমী বলে কথা। রাজনৈতিক দলগুলি তো রয়েছেই, ভোটের উত্তাপ গিয়ে পড়ছে সরাসরি সাধারণ মানুষের গায়ে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের ভয় । কেননা আবহাওয়া দফতর বলেই দিয়েছিল ১৫ মে এর পর থেকে ফের রুদ্রমূর্তি নেবে প্রকৃতি। রাজ্য জুড়ে শুরু হবে তাপপ্রবাহ। 

তবে ভোটযজ্ঞ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ অন্য বার্তা দিল হাওয়া অফিস। আবহ দফতরের বক্তব্য সত্যি হলে নির্বিঘ্নে ভোট দিতে কোনও সমস্যা হবে না রাজ্যবাসীর।

Latest Videos

এদিন কেন্দ্রীয় আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে ভোটে কলকাতা লাগোয়া অঞ্চলে তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সবচেয়ে বড় কথা, বিকেলের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কিন্তু কেন হঠাৎ সদয় হল প্রকৃতি। আবহবিদরা বলছেন ফনী চলে যাওয়ার ফলে বঙ্গোপসাগরে উচ্চচাপবলয় তৈরি হয়েছে সেখান থেকে জলীয় বাষ্প ঢুকে বাতাসকে আর্দ্র করে দিচ্ছে। এই আর্দ্রতা সারাদিন ঘাম ঝড়ালেও সন্ধেয় দুই চব্বিশ পরগণা-সহ গোটা গাঙ্গেয় উপত্যকায় বাসিন্দাদের স্বস্তি দিচ্ছে। সেই কারণেই ভোটের দিন চিন্তা অপেক্ষাকৃত কম।  

আবহবিদরা দেখাচ্ছেন ভোটের দিন এমন আহাওয়া সচরাচর আসে না। গত লোকসভা ভোটে ভোটের দিন তাপপ্রবাহ চলেছিল শহরে। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি, ৪১.৪ ডিগ্রি।

আবহদফতরের নির্দেশ মেনে এ বছর তাই অপেক্ষাকৃত কম গরমে ভোট দেওয়া যাবে।  তবে কাজটা সকাল সকাল সলেরে ফেলাই ভাল। 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের