ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর মিথ্য়ে! বহাল তবিয়তে রয়েছেন অভিনেতা

swaralipi dasgupta |  
Published : Jun 23, 2019, 03:48 PM ISTUpdated : Jun 24, 2019, 11:08 AM IST
ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর মিথ্য়ে! বহাল তবিয়তে রয়েছেন অভিনেতা

সংক্ষিপ্ত

রবিবার হঠাৎই গুজব ছড়ায় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু হয়েছে খবর সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে কিন্তু এর পুরোটাই গুজব  অভিনেতা বহাল তবিয়তে বেঁচে আছেন  

রবিবার হঠাৎই গুজব ছড়ায় অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু হয়েছে। খবর সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। কিন্তু এর পুরোটাই গুজব। অভিনেতা বহাল তবিয়তে বেঁচে আছেন। 

বিভিন্ন ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়, অভিনেতা আর নেই। কিন্তু সূত্রের খবর, তিনি এই মুহূর্তেএকটি ছবির শ্যুটিংও করছেন। এবং সুস্থও আছেন। জানা গিয়েছে তিনি বর্তমানে মুসৌরীর ঘন জঙ্গলের ভিতরে একেবারে নির্জন এলাকায়া একটি বিলসবহুল বাড়িতে থাকে। মাঝে মাঝে কাজের জন্য কলকাতায় আসেন। 

প্রসঙ্গত, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় বাংলা, হিন্দি, ইংরেজি, অসমিয়া-সহ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন।  খ্যাতির আলো থেকে নিজেকে দূরে রাখলেও, তিনি যে বাঙালির কাছে এক অমূল্য সম্পদ, তা বলাই বাহুল্য়। 

সত্যজিৎ রায়, মৃণাল সেন, ডেভিড লিন, রোমান পোলানস্কি-র মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন ভিক্টর। তাঁর অভিনীত ছবিগুলির মধ্য়ে উল্লেখ্য হল, সতরঞ্জ কি খিলাড়ি, কলিযুগ, পিকু, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ঘরে বাইরে, ফরেন বডি, মহাপৃথিবী, দ্য বং কানেকশন ইত্যাদি। 
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?