চুল কেটে ফেললেন শুভশ্রী! একেবারে নতুন লুকে সামনে এলেন নায়িকা

  • এক্কেবারে অন্য় লুকে সবার সামনে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়।
  • এক ঢাল লম্বা ঢেউ খেলানো চুল কেটে ফেললেন নায়িকা। শুক্রবার দুপুরে সেই ছবি পোস্ট করতেই চমকে যান ভক্তরা।
  • তবে এই নতুন লুকেও একই রকম আত্মবিশ্বাসী শুভশ্রী। 
     
swaralipi dasgupta | Published : May 10, 2019 9:00 AM IST


এক্কেবারে অন্য় লুকে সবার সামনে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। এক ঢাল লম্বা ঢেউ খেলানো চুল কেটে ফেললেন নায়িকা। শুক্রবার দুপুরে সেই ছবি পোস্ট করতেই চমকে যান ভক্তরা। তবে এই নতুন লুকেও একই রকম আত্মবিশ্বাসী শুভশ্রী। 

শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রী তাঁর একঢাল লম্বা চুলকে বিদায় জানিয়ে অ্য়াঙ্গেলড বব কাট করেছেন। ছবির এই ক্যাপশনে তাঁর ফলোয়ারদের উদ্দেশ্য়ে লিখেছেন, "কেমন লাগছে?" ফলোয়াররা বিভিন্ন মতামত দিয়েছে। কেউ বলছেন, "গরমের জন্য় এটাই সেরা চুলের স্টাইল।" কেউ আবার বলছেন, "আপনাকে লম্বা চুলেই বেশি সুন্দর লাগত।"

Latest Videos

 

 

তবে এসবের কোনওটাতেই বিশেষ কান দিচ্ছেন না  শুভশ্রী। একই লুক থেকে বিরতি নিয়ে এই নতুন অবতারে বেশ খুশি তিনি। ছবিতেই স্পষ্ট, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে এই লুক ক্যারি করছেন। তবে এই নতুন লুক কোনও ছবির জন্য় কি না, তা এখনও জানা যায়নি। 

শুভশ্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়, নিজের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন নায়িকা। হাজার ব্য়স্ততার মধ্য়েও স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে দেশ বিদেশ ভ্রমণে পাড়ি দেন তিনি। সম্প্রতি দুবাই থেরে ঘুরে এলেন তিনি। 

সম্প্রতি পরিণীতা ছবির শ্যুটিং শেষ  করেছেন শুভশ্রী। সেই শ্য়ুটিং সেরেই তিনি দুবাই পাড়ি দেন। সঙ্গে ছিলেন রাজ। দুবাই ট্রিপেরও বহু ছবি শেয়ার করেছেন তিনি। দুবাই গিয়ে উইশলিস্টের একটি ইচ্ছেও পূরণ করেছেন শুভশ্রী। 

 

 

দুবাইতে গিয়ে স্কাই ডাইভিং করেছেন তিনি। সেই রোমাঞ্চকর দৃশ্য়ের ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। এক জায়গায় শুভশ্রী বলছেন, বহুদিন ধরেই স্কাই ডাইভিং করা আমার স্বপ্ন। তাই আজ আমার স্বপ্ন পূরণের দিন। ভিডিওয় দেখা যায়, ইনস্ট্রাকটরের সঙ্গে স্কাই ডাইভিং করছেন শুভশ্রী। অতএব বলাই যায়, মোটের উপর শুভশ্রীর সময়টা বেশ ভালই কাটছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী