রোমহর্ষক 'ফিউরর' নিয়ে আসছে আড্ডাটাইমস

  • আড্ডাটাইমস নিয়ে আসছে আরও এক নতুন ওয়েব সিরিজ, 'ফিউরর'
  • রোমহর্ষক, টান টান উত্তেজনা নিয়ে তৈরি এই সিরিজ
  • সিরিজটিতে হিন্দি ও ইংরেজী দুটি ভাষা ব্যবহার করা হয়েছে 
  • ২৭ সেপ্টেম্বর থেকে দেখা যাবে সিরিজটি 
     

ওয়েব সিরিজের চাহিদা এখন তুঙ্গে চারিদিকে। আবারও টানটান উত্তেজনামূলক থ্রিলার আনতে চলেছে আড্ডাটাইমস। আড্ডাটাইমসের পরবর্তী সিরিজ হল 'ফিউরর'। রোমহর্ষক, টান টান উত্তেজনা নিয়ে তৈরি এই সিরিজটি। ২৭ সেপ্টেম্বর থেকে দেখা যাবে সিরিজটি।     

মানুষ এখন সোশ্যাল নেটওর্য়াকিং-এর ঘেরাটোপে বন্দি। সোশ্যাল নেটওর্য়াকিং-এর জালে জড়িয়ে গিয়ে কিভাবে মানুষের শৈশব বিপন্ন হচ্ছে, এবং আগামী দিনগুলিতে প্রভাব ফেলছে সেই কাহিনি তুলে ধরবে সিরিজটি। গল্পটিতে সাতজন ছাত্র- ছাত্রীর কাহিনি তুলে ধরা হবে। 

Latest Videos

গল্পটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সাতজন ছাত্র- ছাত্রী। যারা কোনও না কোনও ভাবে কিছু অপরাধের সঙ্গে জড়িয়েছে। তাদের শিক্ষা দিতেই আর্বিভাব হয় একজনের যে চোখের সামনে প্রত্যক্ষ করেছিল তাঁর প্রিয়জনের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপরাধ। এই সবকিছুর উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ওয়েব সিরিজটিতে। সিরিজটিতে অভিনয় করেছেন মেখলা সারণ, কুশ গুপ্তা, করণ ধনকর, অংশুমান চৌধুরী, রিধি নেগি প্রমুখরা। সিরিজটি হিন্দিতে ভাষাতে মুক্তি পাবে। এছাড়া ইংরেজী ভাষাও ব্যবহার করা হয়েছে । মোট ৯টি এপিসোড দেখানো হবে ওয়েব সিরিজটিতে। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata