এটাই কী তবে অক্ষয়-এর লাকি জামা, একই পোশাক পরে দুই ছবিতে অভিনয় অক্কির

Published : Nov 30, 2019, 11:39 AM IST
এটাই কী তবে অক্ষয়-এর লাকি জামা, একই পোশাক পরে দুই ছবিতে অভিনয় অক্কির

সংক্ষিপ্ত

একই পোশাক পরে ট্রোল অক্ষয় কুমার হাউসফুল ছবির শ্যুটিং-এ পরে ছিলেন একই জাম্পার মুহুর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় গুড নিউজ ছবির প্রমোশনে ব্যস্ত অভিনেতা

বলিউড হোক কিংবা টলিউড। একি ধরনের পোশাক যদি কারুর পরমে থাকে, তবে তা ঘিরে তোপের শিকার হতে হয় ডিজাইনারকে। সম্প্রতিই এমনই ঘটনা ঘটতে দেখা গেল রণবীর ও রানি মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। দুজনের পোশাক এক না হলেও একই থান কেটে তৈরি করা হয়েছিল এই দুই জামা। তাতেই সমস্যায় মুখে পড়তে হয়েছিল পোশাক নির্মাতাকে। 

তবে এবার অক্ষয় কুমারের ক্ষেত্রে বিষয়টা হল ভিন্ন। তিনি নিজেই দুই ছবির শ্যুটিং-এ একই পোশাক পরে হাজির হলেন। সম্প্রতি মুক্তি পেয়েছিল হাউসফুল ছবি। সেখানেই দেখা গিয়েছিল কালো পোশাকে প্রকাশ্যে হাজির হতে অক্ষয় কুমারকে। তবে মাস ঘুরতে না ঘুরতেই পরবর্তি ছবির প্রচারে নামলেন অক্ষয় কুমার।

 

 

বর্তমানে অক্ষয় কুমার ব্যস্ত গুড নিউজ ছবির প্রমোশন নিয়ে। সেখানেই তিনি সেই একি কালো পোশাক পরে শ্যুটিং করেছেন, তার ঝলক মিলল ট্রেলারে। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। ছবি দেখা মাত্রই নেটিজেনদের ট্রোল শুরু। তবে বিষয়টা অন্যরকমেরও হতে পারে। অক্ষয় কুমারের হাউসফুল ৪ ছবিটি বক্স অফিসে বেজায় হিট করেছিল। সেই জন্যই হয়তো পুনরায় পোশাকটি পরে সকলের সামনে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?