রাজনীতিকে সাফ না, বিগ বি-র তিন টিপস প্রকাশ্যে আনলেন রজনীকান্ত

Published : Dec 18, 2019, 12:14 PM ISTUpdated : Dec 18, 2019, 12:16 PM IST
রাজনীতিকে সাফ না, বিগ বি-র তিন টিপস প্রকাশ্যে আনলেন রজনীকান্ত

সংক্ষিপ্ত

ছবির প্রচারে মুম্বইতে থালাইভা মুখ খুললেন অমিতাভ বচ্চনকে নিয়ে জানালেন বিগ বি-র দেওয়া তিন টিপস যদিও তৃতীয়টা শোনা হয়নি 

সম্প্রতি মুম্বইতে হাজির হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল পরবর্তী ছবির খবর। সেখানেই দেখা যাবে নয়া লুকে থালাইভাবে। সেই ছবির প্রচারেই তিনি হাজির হয়েছিলেন বলিউডে। জন্মদিনেই সামনে এসেছিল দরবার ছবির প্রথম পোস্টার। বর্তমানে সেই ছবির শ্যুটিং-এই ব্যস্ত থালাইভা। এবার দরবার ছবির ট্রেলার মুক্তিতে মুম্বইতে হাজির হয়েছিলেন রজনীকান্ত। 

আরও পড়ুনঃ গণতন্ত্র আক্রান্ত, পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিলেন সাহিত্যিক

মুম্বইয়ে এসে কথায় কথায় অমিতাভ বচ্চনকে নিয়ে মুখ খুলেছিলেন রজনীকান্ত। কেরিয়ার জীবনে অনেক চরাই উতরাই দেখেছেন এই অভিনেতা। বেশ কয়েকদিন আগেই রাজনীতিতে আসার কথা জানিয়েছিলেন রজনীকান্ত। কিন্তু বিগ বি তাঁকে কী পরামর্শ দিয়েছিলেন! জানিয়েছিলেন বার্ধক্যের তিন মক্ষম টিপস। যে উপদেশ গুলোর কথা আজও মনে রেখেছেন অমিতাভ বচ্চন। 

বিগ বি-র মতে, কেউ ৬০ বছর অতিক্রান্ত করলে মনে রাখতে হবে, প্রতিদিম ব্যয়াম করা উচিত, কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত সঙ্গে রাজনীতিতে না আসা উচিত। বিগ বি রজনীকান্তে ভিষণ স্নেহ করেন, সে কথাও এদিন জানিয়েছিলেন থালাইভা। প্রথম দুটি শুনলেও শেষ  কথাটা আর শোনা হয়ে ওঠেনি রাজনীকান্তের। নিজেই এদিন স্বীকার করেন অভিনেতা। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?