অসুস্থ আশা অডিও-র এমডি, প্রকাশ্যে রক্তের জন্য আবেদন ঋতুপর্ণার

Published : Oct 19, 2019, 05:02 PM ISTUpdated : Oct 19, 2019, 05:57 PM IST
অসুস্থ আশা অডিও-র এমডি, প্রকাশ্যে রক্তের জন্য আবেদন ঋতুপর্ণার

সংক্ষিপ্ত

আশা অডিও এমডি মহুয়া লাহিড়ির শারীরিক অবস্থার অবনতি দ্রত প্রয়োজন এ পজিটিভ রক্ত সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে বার্তা ঋতুপর্ণা-র বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তিনি 

বেশ কয়েকদিন ধরেই আশা অডিওর এমডি মহুয়া লাহিড়ির শারীরিক অবস্থা ভালোছিল না। সম্প্রতি তাঁর স্বাস্থ্যে অবনতি ঘটায় ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে ডাক্তারের কড়া নজরে রয়েছেন তিনি। 

খবর পাওয়া মাত্রই টলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী তাঁর সঙ্গে গিয়ে দেখাও করে আসেন। কিন্তু শনিবার বেজায় সমস্যার সন্মুখীন হতে হয় মহুয়ার পরিবারকে। চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে পড়ে এ-প্লাস রক্ত। রক্ত যথাযত পরিমাণে না মেলায় সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে বার্তা পাঠালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

 

 

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই মহুয়াদেবীর অসুস্থতার খবর জানিয়ে তিনি লেখেন,- মহুয়াদেবীর স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীঘ্রই প্রয়োজন এ পজিটিভ গ্রুপের রক্ত। কেউ যদি দান করতে ইচ্ছুক হন তবে দ্রুত যোগাযোগ করুন। 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন